E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে হচ্ছে নতুন সীমান্ত হাট

২০১৮ সেপ্টেম্বর ২৬ ১৭:২০:২৫
শেরপুরে হচ্ছে নতুন সীমান্ত হাট

স্টাফ রিপোর্টার : সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুবিধার্থে শেরপুরে হচ্ছে নতুন ‘সীমান্ত হাট’। ভারত-বাংলাদেশর ডালু-নাকুগাঁও সীমান্তে শিগগিরই এ হাট চালু হবে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের বাণিজ্যমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান। এ সময় ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ও শিল্প এবং অসামরিক বিমানমন্ত্রী শ্রী সুরেশ প্রভু উপস্থিত ছিলেন।

তোফায়েল আহমেদ বলেন, দুই দেশের পণ্য বিক্রির উদ্যোগ হিসেবে সীমান্ত হাট বসানো হয়ে থাকে। এখন চারটি সীমান্ত হাট আছে, আরও ছয়টি করা হবে। কিছুদিনের মধ্যে নতুন একটি সীমান্ত হাট চালু হচ্ছে। এটি শেরপুরের ডালু-নাকুগাঁও সীমান্তে এ হাট হবে।

বর্তমানে যে চারটি সীমান্ত হাট চালু রয়েছে সেগুলো হলো- কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারি, সুনামগঞ্জের ডলুরা, ফেনীর ছাগলনাইয়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুরে।

বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদিত পণ্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বীকৃতির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে পণ্য রফতানিতে বিএসটিআইয়ের সনদ নিয়ে এখন আর কোনো সমস্যা হবে না। ২৭ খাদ্যপণ্যের মান নিয়ে আপত্তি না জানাতে ভারতের কাছে আবেদন করেছিলাম। তারা ২১ খাদ্যপণ্যের স্বীকৃতি দিয়েছে। আজকে বাকি ছয়টি পণ্যের স্বীকৃতি দেয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এরপর নতুন করে আরও ছয়টির বিষয়ে আবেদন করেছি, সেটাও হয়ে যাবে।

বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে আলোচনা হয়েছে বলে জানান তোফায়েল আহমেদ। এ সময় বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে ভারতকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বৈঠকে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগামী অক্টোবরে ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সফরের আমন্ত্রণ জানান ভারতের বাণিজ্যমন্ত্রী।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test