E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উন্নয়ন মেলায় ঋণ সহায়তা-জমি বরাদ্দ সম্পর্কিত তথ্য দিচ্ছে বিসিক

২০১৮ অক্টোবর ০৫ ২২:১০:০৯
উন্নয়ন মেলায় ঋণ সহায়তা-জমি বরাদ্দ সম্পর্কিত তথ্য দিচ্ছে বিসিক

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : সারা দেশের উন্নয়ন মেলায় বিসিকের স্টলগুলোয় ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য ঋণ সহায়তা, জমি বরাদ্দ, বিসিক আয়োজিত মেলায় অংশগ্রহণ ও পণ্য প্রদর্শন সম্পর্কিত তথ্য ও সরবরাহ করা হচ্ছে।

দেশব্যাপী শুরু হওয়া তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য অন্যান্য সরকারী বিভাগের মত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ঢাকাসহ দেশের সব জেলার বিসিকের কার্যালয় গুলোর মাধ্যমে এ মেলা সফল করার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার এর নির্দেশনা অনুযায়ী তিনিসহ বিসিকের সকল পরিচালকবৃন্দ ও মহাব্যবস্থাপকগণ রাজধানী এবং জেলা শহর গুলোয় মেলাগুলোতে অবস্থান করে স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং স্থানীয় কর্মসূচি গুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

শুক্রবার (৫ অক্টোবর) চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানীয় জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় বিসিকসহ অন্যান্য প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন এবং বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিসিকের ভূমিকাকে আরও বেগবান করার জন্য স্থানীয় কর্মকর্তাদের বিসিক চেয়ারম্যান বিভিন্ন নির্দেশনাও প্রদান করেন।

(এস/এসপি/অক্টোবর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test