E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিভ্রান্তিকর সংবাদ না পরিবেশনের আহ্বান বাপার

২০১৮ অক্টোবর ০৭ ১৪:৩২:১৭
বিভ্রান্তিকর সংবাদ না পরিবেশনের আহ্বান বাপার

নিউজ ডেস্ক : প্রক্রিয়াজাত কৃষিপণ্য নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী শিল্প প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিত্বকারী সংগঠন বাপার সচিব মো. তৈবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার (৭ অক্টোবর) এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসমূহ ১৪৪টি দেশে প্রক্রিয়াজাত পণ্য রফতানি করছে। বিগত ২০০৫-২০০৬ অর্থবছরে যেখানে রফতানি মূল্য ছিল ১২ দশমিক ৩১ মিলিয়ন ডলার, ২০১৫-২০১৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ দশমিক ৭৬ ডলারে। প্রতিবছরই রফতানি বাড়ছে। রফতানি বৃদ্ধির হার ১৬ শতাংশ।

কিন্তু বেশ কয়েকদি ধরে লক্ষ্য করা যাচ্ছে, গুটি কয়েক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এ প্রক্রিয়াজাত কৃষিপণ্য নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। ফলে প্রক্রিয়াজাতকরণ খাতের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে; যা রফতানি রাণিজ্যে প্রভাব ফেলবে। বাংলাদেশের প্রতিযোগী বিদেশি ক্রেতা ও বিক্রেতারা এ পরিবেশিত সংবাদ ব্যবহার করে আন্তর্জাতিক বাজার দখল করবে। এতে বাংলাদেশর সম্ভাবনাময় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প যেমন হুমকির মুখে পড়বে তেমনি নেতিবাচক প্রভাব পড়বে দেশের দরিদ্র কৃষকের উপর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষি প্রক্রিয়াজাত শিল্প তথা দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে প্রকৃত ঘটনা তুলে ধরে দেশের শিল্পের বিকাশ, কর্মসংস্থান তৈরিসহ দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

সব সংবাদ মাধ্যমের কাছে আমাদের অনুরোধ তারা যেন এমন কোনো তথ্য প্রচার না করে যেখানে দেশ তথা রফতানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়।

(ওএস/এসপি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test