E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০১৮ অক্টোবর ১২ ১৭:৩৯:১৩
টঙ্গীতে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গী এলাকা তেকে ৭৯৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এসময় একটি মিনি ট্রাক, ৫০টি গ্যাস সিলিন্ডার, ৩টি মোবাইল ও নগদ ৫৪১১৪ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-২ সূত্র জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া ইসলামপুর আলাবক্র রোড মুন লাইট মেটাল ওয়াক্সপ এর সামনে রাস্তার উপর পালানোর চেষ্টাকালে আবু নেছার@ ফারুক (৩২), ভবিষ্যৎ (৩৫) ও মাঈদুর রহমানকে (৪৩) গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের ফেন্সিডিলের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা তাদের গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেন্সিডিলের কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেন্সিডিলের চালান পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত পথ থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে ক্রয় করে রাতারাতি বড়লোক হবার নেশায় গাজীপুর, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

(বিজ্ঞপ্তি/এসপি/অক্টোবর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test