E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ ষষ্ঠী : সারা দেশে ৩১ হাজার মণ্ডপে দুর্গাপূজা

২০১৮ অক্টোবর ১৫ ১২:২৫:০২
আজ ষষ্ঠী : সারা দেশে ৩১ হাজার মণ্ডপে দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার : সারা দেশে ৩১ হাজারের বেশি মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে পূজামণ্ডপ।

আজ সোমবার কল্পারম্ভ, বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। মঙ্গলবার মহাসপ্তমী, বুধবার মহাঅষ্টমী ও কুমারী পূজা ও বৃহস্পতিবার নবমী পূজা হবে। শুক্রবার পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে। প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে এ উৎসবের শেষ হবে।

মণ্ডপগুলোর নিরাপত্তায় সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিদ্র ব্যবস্থা নিয়েছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। ঢাকা রামকৃষ্ণ মিশনের মৃদুল মহারাজ বলেন, দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) আসবেন এবং দোলায় চড়ে ফিরে যাবেন। এর ফলে জগতে রোগব্যাধি ও প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত যুগান্তরকে জানান, এবার সারা দেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগে ছয় হাজার ৮০৪টি, চট্টগ্রাম বিভাগে চার হাজার ৫০৬টি, সিলেট বিভাগে দুই হাজার ৩৪১টি, খুলনা বিভাগে চার হাজার ৮৮৩টি, রাজশাহী বিভাগে তিন হাজার ৫৪২টি, রংপুর বিভাগে পাঁচ হাজার ৩৭১টি, বরিশাল বিভাগে এক হাজার ৭২৪টি ও ময়মনসিংহ বিভাগে দুই হাজার ১০১টি মণ্ডপে পূজা হচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজেরাও নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। মণ্ডপে মণ্ডপে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা থাকবেন। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় এবার ২৩৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, রমনা কালীমন্দির, বনানী মণ্ডপ, কলাবাগান মণ্ডপ, উত্তরা সার্বজনীন পূজামণ্ডপ, কৃষিবিদ ইন্সটিটিউট সমাজকল্যাণ সংঘ ও বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে ব্যাপক আয়োজন করা হয়েছে। সবখানে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাস যুগান্তরকে বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টায় মণ্ডপে প্রতিমা স্থাপনের পর বোধন হবে। এরপর পূজামণ্ডপের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও রহমত উল্লাহ এমপি। তিনি বলেন, প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মণ্ডপের উদ্বোধন করা হবে। ভক্তিমূলক সঙ্গীত ও নাচের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। প্রতিদিন সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা হবে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রতিদিন রাত ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

সপ্তমী ও অষ্টমী দুদিন ফাউন্ডেশনের সদস্যদের সন্তানরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। নবমীর দিনে ভারতীয় প্রখ্যাত কীর্তন শিল্পী অদিতি মুন্সী বনানী মণ্ডপে কীর্তন পরিবেশন করবেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছা রক্তদান ও বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে। রবিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। নিরাপত্তার স্বার্থে পটকা ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।

সব ধরনের বাদ্য বাজনা আজান ও নামাজের সময় বন্ধ থাকবে। বিসর্জনের দিন শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সব ধরনের বাদ্য বাজনা বন্ধ থাকবে।

১৫২ পূজামণ্ডপে মেয়রের অনুদান : শারদীয় দুর্গোৎসব উৎসবমুখরভাবে আয়োজন করতে ১৫২টি পূজামণ্ডপকে পাঁচ হাজার করে অনুদান দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোববার গুলিস্তান নগরভবনে ডিএসসিসি এলাকার পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় চেক হস্তান্তর করা হয়।

এ সময় ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে সব অনুষ্ঠান পালন করতে চাই। এদিকে, দুর্গাপূজা উপলক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এক বিবৃতিতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

(ওএস/এসপি/অক্টোবর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test