E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অ্যাম্বুলেন্সসহ ৩৭টি যানবাহন পাচ্ছে এইচএসএম

২০১৮ অক্টোবর ২৫ ১৪:১৪:২১
অ্যাম্বুলেন্সসহ ৩৭টি যানবাহন পাচ্ছে এইচএসএম

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্টের (এইচএসএম) জন্য অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস মিলে মোট ৩৭টি যানবাহন কেনার সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এইচএসএম ওপি’র অনুকূলে ২০১৭-১৮ অর্থবছরের বাদ পড়া ৫টি কার্ডিয়াক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং চলতি ২০১৮-১৯ অর্থবছরে ৩২টি যানবাহনসহ (২টি কার্ডিয়াক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ২৫টি সাধারণ অ্যাম্বুলেন্স, ১টি মাইক্রোবাস ও ৪টি কাভার্ড ভ্যান) মোট ৩৭টি যানবাহন কেনা হবে।

জানা গেছে, প্রতিটি অ্যাম্বুলেন্সের দাম ৪২ লাখ টাকা। এছাড়া রেজিস্ট্রেশন ফি, ট্যাক্স ও ভ্যাটসহ প্রতিটি মাইক্রোবাসের দাম ৪২ লাখ ৯০ হাজার টাকা। প্রতিটি কার্ডিয়াক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যান বাজারদর অনুযায়ী চলতি ২০১৮-১৯ অর্থবছরে আরপিএ বরাদ্দকৃত অর্থ দ্বারা শর্ত সাপেক্ষে ক্রয়ের সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

শর্তগুলো হলো- যানবাহন ক্রয়ের ক্ষেত্রে সরকারি সংক্রান্ত নিয়ম-নীতি পালন করতে হবে। মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগ কর্তৃক নির্ধাররিত দরের মধ্যে ক্রয় করতে হবে ও কার্ডিয়াক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যান বাজার দর অনুযায়ী ক্রয় করতে হবে।

প্রস্তাবিত যানবাহন ক্রয়ের নিমিত্ত পুনঃউপযোজনের মাধ্যমে বাজেট বরাদ্দের সংস্থান নিশ্চিত করতে হবে। ২০১৭-১৮ অর্থবছরের বাদ পড়া ৫টি কার্ডিয়াক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স চলতি ২০১৮-১৯ অর্থবছরে ক্রয়ের নিমিত্ত বার্ষিক ক্রয় পরিকল্পনা ও ওপি-তে যানবাহনের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া অব্যয়িত অর্থ ২০১৯ সালের ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা করতে হবে এবং প্রকল্পের মেয়াদ শেষ হলে যানবাহনগুলো সরকারি পুলে জমা দিতে হবে।

(ওএস/এসপি/অক্টোবর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test