E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশু একাডেমিতে শেষ হলো জাতীয় শিশু আবৃত্তি উৎসব 

২০১৮ অক্টোবর ২৬ ১৭:৩১:৩৭
শিশু একাডেমিতে শেষ হলো জাতীয় শিশু আবৃত্তি উৎসব 

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ‘আমি হবো সকাল বেলার পাখি’ স্লোগান নিয়ে দুইদিনব্যাপী জাতীয় শিশু আবৃত্তি উৎসবের দ্বিতীয় ও শেষদিনে আজ শুক্রবার সকাল ১০টার দিকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার শিশু একাডেমিতে এসে শেষ হয়। এসময় পরিষদভুক্ত বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিশুদের কলকাকলিতে মুখরিত হয় শিশু একাডেমি প্রাঙ্গণ। বিকেলে দ্বিতীয় দিনের শেষ পর্বে শুরু হয় শিশুদের দলীয় পরিবেশনা।

দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে- শিশু বিকাশ, কাব্যাঙ্গণ, চন্দ্রবিন্দু, ধ্বনি আবৃত্তি স্কুল, কণ্ঠধ্বনি, কবিতাঙ্গণ, মাত্রা, ধৈবত, কণ্ঠবিথী, প্রতিধ্বনি, নোয়াখালী আবৃত্তি একাডেমি, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহী আবৃত্তি পরিষদ, সাম্পান, সড়জ সাংস্কৃতিক অঙ্গণ, ধ্বনিচিত্র নির্মাণ পাঠশালা, শব্দ, তিতাশ, আবরণী, অক্ষর, উচ্চারণ, বর্ণমালা ও শব্দশ্রুতি।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে দুইদিনব্যাপী জাতীয় শিশু আবৃত্তি উৎসব গতকাল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ-এর সাধারণ সম্পাদক মোঃ আহ্কাম উল্লাহ। পরিষদেও সভাপতিমন্ডলীর সদস্য ইস্তেশবাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রেজীনা ওয়ালী লীনা। এদিন পরিষদভুক্ত ১০টি প্রতিষ্ঠান/সংগঠনের শিশুরা দলীয় আবৃত্তি পরিবেশন করে। সংগঠনগুলো হলো-শিল্পবৃত্ত, বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা স্বরকল্পন, সন্দান লিটল থিয়েটার, শাব্দিক, মৈত্রী থিয়েটার, কিংবদন্তী, পিদিম, সুফিয়া কামাল সাংস্কৃতিক প্রাঙ্গণ ও তক্ষশীলা।

(বিজ্ঞপ্তি/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test