E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তফসিল পেছাতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

২০১৮ নভেম্বর ০৩ ১৭:০৬:৪৭
তফসিল পেছাতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছাতে জাতীয় ঐক্যফ্রন্টের পাঠানো চিঠি নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় ইসি সচিবালয়ের দফতরে চিঠি পৌঁছে দেন গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক।

গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠি ইসিতে পাঠানো হয়েছে।

আজ (শনিবার) তফসিল নিয়ে বৈঠক করার কথা নির্বাচন কমিশনের। তার আগেই বৈঠক নিয়ে মতবিরোধ দেখা দেয় ইসিতে।

সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩০ অক্টোবর থেকে নির্বাচনকালীন ক্ষণ-গণনা শুরু হয়েছে।

তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এজন্য ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে ইসি।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

(ওএস/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test