E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিবেশ দূষণ না করে শিল্প কারখানা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২০১৮ নভেম্বর ০৬ ২২:২৭:২৯
পরিবেশ দূষণ না করে শিল্প কারখানা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : পরিবেশ দূষণ না করে শিল্প কারখানা গড়ে তুলতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন এসব শিল্প নগরী গড়ে তোলার ফলে দেশের আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আর্থ সামাজিক উন্নয়ন হবে।শিল্পকারখানা স্থাপনের পাশাপাশি প্রকল্পগুলি যেন পরিবেশবান্ধব হয় সেদিকে লক্ষ রাখতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক, মুন্সিগঞ্জের গজারিয়ায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইন গ্রেডিয়েন্টস (এপিআই) শিল্পপার্ক ও এবং সাভারের চামড়া শিল্প নগরী উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এসময় সাভারের জেলা প্রশাসক সভা কক্ষ, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের সভা কক্ষে ভিডিও কনফারেন্সিং সংযুক্ত হয়। শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ তিনটি প্রকল্প বাস্তবাায়ন করছে।

সরকার সারা দেশে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কর্মসংস্থানের উপরন জর দিচ্ছি। বেসরকারিখাতকে উন্মুক্ত করে দিয়েছি। যাতে বিনিয়োগ হয়, সে ব্যবস্থা করে দিচ্ছি।’

সাভারে চামড়া শিল্প নগরী গড়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ট্যানারিবর্জ্য নিয়ে রাজধানীর মানুষ খুব কষ্টের জীবনযাপন করত। এটাকে সরিয়ে আমরা সাভারে শিল্প নগরী গড়ে তুলছি।

উত্তরবঙ্গে একটি চামড়া শিল্প নগড় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই শিল্প নগরী গড়ে উঠলে যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি মানুষের র্আথসামাজিক উন্নয়ন হবে।

প্রায় একশটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওষুধের কাঁচামাল তৈরির জন্য একটা ব্যবস্থা করা দরকার, কারণ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। সেদিকে লক্ষ্য রেখে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরির ব্যবস্থা দরকার, ওষুধ শিল্পের কাঁচামাল যাতে দেশে উৎপাদন করতে পারি। সেজন্য আমরা মুন্সিগঞ্জে শিল্প নগরী করে দিচ্ছি।

উল্লেখ্য, ৪০০ একর জায়গার উপর ৬২৮ কোটি ১০ লাখ টাকা ব্যায়ে নির্মিত সিরাজগঞ্জ শিল্প পার্কে ৮শ ২০টি শিল্প প্লট রয়েছে। যাতে ৫শ ৭০টি রপ্তানীমূখী আমদানী বিকল্প এবং দেশজ শিল্প ইউনিট স্থাপিত হবে। শিল্পপার্কে পানি-বিদ্যুৎ-গ্যাসসহ প্রয়োজনীয় অবকাঠামো, ব্যাংক, মেডিকেল সেন্টার, ডে-কেয়ার সেন্টার, ফায়ার স্টেশন, ওয়্যারহাউজ ও পুলিশফাঁড়ি নির্মাণ করা হয়েছে। বিসিকের এ শিল্প পার্কের মাধ্যমে কর্মসংস্থান হবে এক লাখের বেশী মানুষের।

অন্যদিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২০০ একর জমির ওপর ৩শ ৮১ কোটি টাকা ব্যায়ে নির্মিত দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইন গ্রেডিয়েন্ট এপিআই শিল্পপার্কে ৪২টি শিল্প প্লট রয়েছে। এ শিল্প পার্কে ২৫ হাজারের বেশী মানুষের কর্মসংস্থান হবে।

অন্যদিকে সাভারে ২শ একর জায়গার উপর নির্মিত চামড়া শিল্পন গরীতে ২শ ৫টি প্লট আছে। বিসিকের আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্প তিন দফা সংশোধনের পর ২০১৯ সাল নাগাদ হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে সরানোর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ। ভারপ্রাপ্ত শিল্প সচিব আবদুল হালিম ভিডিও চিত্রের মাধ্যমে তিনটি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

(পিআর/এসপি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test