E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

২০১৮ নভেম্বর ১০ ১৫:১৫:২৩
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। ‘উইমেন এমপিস অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে অংশগ্রহণের জন্য লন্ডনে অবস্থানকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।

স্পিকার ‘উইমেন এমপিস অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনের সফলতা কামনা করেন এবং নিমন্ত্রণের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে আন্তরিক ধন্যবাদ জানান।

থেরেসা মে এক টুইটবার্তায় লিখেছেন, ‘গতরাতে এখানে আসা নারীরা বিভিন্ন জাতি, সংস্কৃতি ও পটভূমির প্রতিনিধিত্ব করছেন। আমাদের জীবনযাপন আলাদা, বিশ্বাস আলাদা কিন্তু সবাই আমরা জনগণের জন্য কাজ করছি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সম্মেলনে আগতদের চারটি ছবি প্রকাশিত হয়। এতে প্রথম ছবিটিই থেরেসা মে ও ড. শিরীন শারমিন চৌধুরীর।

নারী এমপিদের ১০০ বছর উদযাপন উপলক্ষে এবারের সম্মেলনটি আয়োজন করে হাউজ অব কমন্স। এর আগে মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মেলন শেষে আজ তিনি দেশে ফিরবেন।

(ওএস/এসপি/নভেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test