E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রার্থীর নিয়ন্ত্রণে থাকলে যেকোনো সময় ভোটকেন্দ্র পরিবর্তন

২০১৮ নভেম্বর ১৩ ১৪:৩৯:০৯
প্রার্থীর নিয়ন্ত্রণে থাকলে যেকোনো সময় ভোটকেন্দ্র পরিবর্তন

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর নিয়ন্ত্রণে বা বাড়ির কাছে ভোটকেন্দ্র থাকলে তা যেকোনো সময় পরিবর্তন করা যাবে। এ ছাড়া ভোটগ্রহণের কমপক্ষে ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ হলেও কোনো প্রশ্ন দেখা দিলে কেন্দ্র পরিবর্তন করা যাবে।

সম্প্রতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি পরিপত্র পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে এসব কথা জানানো হয়েছে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় আবারও এ ধরনের চিঠি পাঠানো হবে বলে জানা গেছে।

পরিপত্রে বলা হয়, ‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হলেও এমন কি গেজেট প্রকাশ করা হলেও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৮(৫) অনুচ্ছেদ অনুসারে চূড়ান্ত তালিকায় উল্লিখিত কোনো ভোটকেন্দ্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে স্থাপতি হলে তা জরুরি ভিত্তিতে কমিশনকে জানাতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিটি নির্বাচনী এলাকার সব ভোটকেন্দ্র সরজমিনে যাচাই করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে নির্বাচন কমিশনে পাঠাতে হবে।’

পরিপত্রে ৩০০ আসনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা তৈরির জন্য জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। রিটার্নিং কর্মকর্তারা তাদের আওতাধীন নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের তালিকা ইতোপূর্বে দেয়া ছকে ইসির কাছে পাঠাবেন।

এ ছাড়া ভোটকেন্দ্রের তালিকা প্রণয়নের সময় ইতোপূর্বে নির্দেশনার আলোকে বিভিন্ন তথ্যের সারসংক্ষেপ পাঠাবেন তারা। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test