E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেবে দুদক

২০১৮ নভেম্বর ১৯ ১৭:০৮:৫৫
হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেবে দুদক

স্টাফ রিপোর্টার : নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনকারীদের চরিত্র জনসম্মুখে তুলে ধরব।’

রাজধানীর সেগুন বাগিচায় নিজ কার্যালয়ে সোমবার (১৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমাদের যারা জনপ্রতিনিধি হবেন, তারা তাদের সম্পত্তির হিসাব হলফনামায় সঠিকই দেবেন। যদি কেউ সঠিক না দেয়, তার জন্য কমিশনে ডেফিনেটলিব্যবস্থা নেবে। আমি মনে করি না, কোনো দুর্নীতিবাজকে আমাদের দেশের মানুষ নির্বাচিত করবে। যদি এমন কিছু হয়, তাহলে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব।’
দুর্নীতিবাজদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার ব্যাপারে কোনো সুপারিশ থাকবে কি না-এমন প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, ‘নো, সুপারিশ আমাদের থাকবে না। কারণ হচ্ছে, যেকোনো নাগরিক নির্বাচন করতে পারে আরপিও অনুসারে, তাতে আমাদের কিছু করার নেই। সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা স্বপ্রণোদিত হয়ে ইলেকশন কমিশনের কাছে ক-খ-গ (অমুক, অমুক, অমুক) কারও বিরুদ্ধে সুপারিশ করব না। আর সাজাপ্রাপ্তদের বিষয় ইসি সিদ্ধান্ত নেবে।’

আরেক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘সামনে নির্বাচন আছে কি নেই সেটা বিবেচনা না করেই আমরা আমাদের কাজ করি। অবৈধ সম্পদ যাদের আছে, তাদেরকে আমরা ধরব।’

দুর্নীতিকে হিমালয়ের পাহাড়ের মতো সমস্যা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনি যদি ডাইনে হাত দেন দুর্নীতি, বামে হাত দেন দুর্নীতি। সেই জন্যই বলি যে শুধু আমরা একা হৈ চৈ করলে হবে না। এতে আপনাদের (সংবাদ মাধ্যম) লাগবে, সরকার লাগবে, সবাইকে লাগবে। আমরা চাই একটা সুন্দর দেশ। দুর্নীতি মুক্ত একটি দেশ। আমাদের দেশের ইজ্জত যদি চাই, তাহলে একযোগে কাজ করতে হবে।’

(ওএস/এসপি/নভেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ ডিসেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test