E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিধি মোতাবেক পরিচালনা করতে না পারলে ‘প্রশ্নবিদ্ধ হবে’ নির্বাচন

২০১৮ ডিসেম্বর ০৩ ১৩:৩১:২৩
বিধি মোতাবেক পরিচালনা করতে না পারলে ‘প্রশ্নবিদ্ধ হবে’ নির্বাচন

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন (ইসি) বিধি মোতাবেক জাতীয় নির্বাচন পরিচালনা করতে না পারলে তা ‘প্রশ্নবিদ্ধ হবে’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়াম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সরকারি কর্মকর্তাদের সূচারূরূপে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে মাহবুব তালুকদার বলেন, ‘নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনারা ব্যর্থ হলে নির্বাচন ব্যর্থ হবে।’

তিনি বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে-আইন যদি নিজস্ব গতিতে না চলে, তাহলে কোনো কার্যক্রম আইনানুগ হতে পারে না। সবার জন্য সমভাবে আইন প্রয়োগ না করলে সেটা আইন নয়, তাই আইনসিদ্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা নিজেদের প্রশ্নবিদ্ধ করতে চাই না।’

এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন, ‘আমি জানি, আপনাদের কেউ কেউ কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না। তবে এই প্রশিক্ষণ কর্মসূচিতে আপনারা নির্বাচনের গুরুত্ব অনুধাবন, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা, ভোটগ্রহণ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে অবহিত হবেন। জাতীয় নির্বাচন পরিচালনার জন্য এই প্রশিক্ষণ দেবে দক্ষতা ও সক্ষমতা।’

সারা দেশে মাঠ পর্যায়ের ২০২৬ সরকারি কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেবে ইসি। সোমবার উদ্বোধনী দিনে ৪০৮ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচনকে যেন ভিন্নখাতে প্রবাহিত না করা হয় সেজন্য কর্মকর্তাদের দায়িত্ববোধ সম্পর্কে জনমনে আস্থা তৈরির অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘আপনাদের কাছে দেশের মানুষের প্রত্যাশা অতি সামান্য। ভোটারার ভোটকেন্দ্রে যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন-এই সামান্য চাওয়াই রাজনৈতিক বাস্তবতায় বিশাল কর্মযজ্ঞে রূপান্তরিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী আপনাদের দিকে তাকিয়ে যেন নিশ্চিন্ত থাকতে পারবেন।’

(ওএস/অ/ডিসেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test