E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমলাপুর থেকে জেএমবির তিন সদস্য গ্রেফতার

২০১৮ ডিসেম্বর ১৩ ১৪:১১:০৮
কমলাপুর থেকে জেএমবির তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বুধবার দিনগত রাতে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলেন- আব্দুল হাকিম, নোমান ও শফি।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বলছে, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে টার্গেট কিলিং এবং থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে নাশকতার পরিকল্পনা করছিল তাদের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, গ্রেফতার তিনজনের বাড়ি কক্সবাজারে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩০টি কমান্ডো নাইফ, ১টি ডাবল এডজ, ১টি মিশেট, ৩০টি আইইডি কন্টেইনার এবং দেড় কেজি বিস্ফোরক জব্দ করা হয়েছে।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে টার্গেট কিলিং এবং থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে নাশকতার পরিকল্পনা করছিল তারা। আব্দুল হাকিম জেএমবির কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক প্রধান। ২০১৩ সালে সে জেএমবিতে যোগ দেয়। জেএমবিতে যোগদানের আগে সে ইসলামিক বই-পুস্তক বিক্রি করতো। এছাড়া গ্রেফতার নোমান জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সামরিক প্রধান এবং শফি জেএমবির সামরিক সদস্য।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কমলাপুর থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test