E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সামান্য ভুলে যেন নির্বাচন পণ্ড না হয় : সিইসি

২০১৮ ডিসেম্বর ১৯ ১৪:৪৪:৫৫
সামান্য ভুলে যেন নির্বাচন পণ্ড না হয় : সিইসি

স্টাফ রিপোর্টার : নির্বাচনের দিন সফটওয়্যার ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে সাবধানতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সমস্ত নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে না। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হবে। যা সংশোধন করা যাবে। কিন্তু আপনাদের (গণনাকারী) সামান্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

বুধবার সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিইসি বলেন, ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে ট্যাকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারাদেশের ফলাফল সফ্টওয়্যারের মাধ্যমে আসে। সামান্য সংখ্যার ভুল হলে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারে। রান্নার সময় যেমন খাবারে লবণ না দিলে স্বাদ হয় না। ঠিক তেমনি সামান্য সংখ্যার ভুলে ফলাফল ওলটপালট হয়ে যায়। আপনাদের দক্ষতা, মেধা আগ্রহ দিয়ে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।

কে এম নূরুল হুদা বলেন, সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে যেনো সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেনো পরিচালিত হয়। সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্বপালনের মাধ্যমে আপনাদের তা প্রমাণ করতে হবে।

সিইসি বলেন, প্রত্যেক জায়গায় নির্বাচনের আমেজ স্বতঃস্ফূর্ত পরিবেশ, মানুষের মধ্যে নির্বাচনের আগ্রহ, চিন্তা, পরিকল্পনা এগুলো দেখে আমরা অভিভূত হই। সুতরাং মানুষের সেই আগ্রহ ও আস্থার জায়গা যেন আমাদের কারো ভুলের কারণে ব্যাহত না হয় সেটা লক্ষ্য রাখতে হবে।

এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test