E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৬০ লাখ টাকার হ্যান্ডসেট ও জ্যামারসহ আটক ১১

২০১৮ ডিসেম্বর ১৯ ১৫:০০:৪৮
৬০ লাখ টাকার হ্যান্ডসেট ও জ্যামারসহ আটক ১১

স্টাফ রিপোর্টার : আইএমইআই নম্বরের মাধ্যমে প্রস্তুত নকল হ্যান্ডসেট ও মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামার জব্দসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। জব্দকৃত হ্যান্ডসেট ও যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে অভিযান চালিয়ে এসব হ্যান্ডসেট ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। অভিযানে বিটিআরসিকে সহযোগিতা করেছে র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার উল আলম।

তিনি জানান, আইএমইআই নম্বরের মাধ্যমে প্রস্তুত নকল হ্যান্ডসেট ও মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামারের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ১০ দিন থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বিটিআরসি ও র‌্যাবের যৌথ অভিযানে মোবাইল হ্যান্ডসেট ও জ্যামারসহ ৬০ লাখ টাকার যন্ত্রপাতি জব্দ ও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test