E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভুয়া কর্নেল সেজে এমপি প্রার্থীর কাছে চাঁদা দাবি, আটক ১

২০১৮ ডিসেম্বর ২৮ ১৮:৫৬:০২
ভুয়া কর্নেল সেজে এমপি প্রার্থীর কাছে চাঁদা দাবি, আটক ১

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের কাছ থেকে চাঁদা দাবি করা এক ভুয়া কর্নেলকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে আদাবর থানার মোহাম্মদী হাউজিং এলাকার ৭নং সড়কের ১০৪নং বাড়ি থেকে ওই ভুয়া কর্নেলকে আটক করে র‌্যাব-২ এর একটি দল।

আটককৃতের নাম মাহবুবুর রহমান বাদশা ওরফে হাবীব (৬২)। তার বাড়ি রংপুরের গংঙ্গাচড়ায়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, প্রতারণার মাধ্যমে এমপি প্রার্থীদের কাছ থেকে ভুয়া কর্নেল সেজে চাঁদা আদায়ের খবরে র‌্যাব-২ তাকে আটক করেছে।

তিনি বলেন, আটক মাহবুবুর রহমান একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। সে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর মেজর এবং কর্নেল পরিচয় দিয়ে প্রতরণা করে আসছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৯৫১৩৮০২৪ দিয়ে বিভিন্ন এমপি প্রার্থীদের সেনাবাহিনী দিয়ে সব সুযোগ সুবিধা এবং নির্বাচনে জয়লাভের নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(পিআর/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test