E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোট দেবেন না রাষ্ট্রপতি

২০১৮ ডিসেম্বর ৩০ ০৮:৪৬:৩৭
ভোট দেবেন না রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ (৩০ ডিসেম্বর)। তবে এদিন ভোট দিতে যাবেন না দেশের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিন বঙ্গভবনেই সময় পার করবেন তিনি।

শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ ভোটারদের দুর্ভোগের কথা বিবেচনা করে রাষ্ট্রপতি ভোটদান থেকে বিরত থাকার এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি তার নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। তিনি ওই এলাকায় ভোট দিতে গেলে তার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে সাধারণ ভোটারদের সমস্যা হতে পারে -সেই বিবেচনায় তিনি ভোট দিতে যাবেন না। একই কারণে গত নির্বাচনেও ভোটদান থেকে বিরত ছিলেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এবার কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি হবার আগে একই আসন থেকে আবদুল হামিদ ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

(ওএস/অ/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test