E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংসদ এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব, ব্যবস্থা নেয়ার নির্দেশ

২০১৯ জানুয়ারি ০৮ ১৮:৫০:১৪
সংসদ এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব, ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব রোধে বিভিন্ন সময় নেয়া পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া সংসদ ভবনে ইঁদুর দমনে ফটক ও বাক্স কেনাও অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের মাসিক সমন্বয় সভায় এ নির্দেশ দেন সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। নতুন সংসদ সদস্যদের বরণ করার জন্য গত ২৪ ডিসেম্বর সংসদের শপথ কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে ১৭টি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠকের কার্যবিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে।

জানা যায়, সংসদ এলাকায় কুকুরের উপদ্রব রোধে অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটির সঙ্গে সিটি কর্পোরেশন, প্রাণি সম্পদ অধিদফতর ও অভয়ারণ্যসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে গত ১৮ ডিসেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ এলাকায় কুকুরের উপদ্রব রোধে গঠিত কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়।

বৈঠকে জানানো হয়, সংসদের মোট ২৩টি অডিট আপত্তি অনিষ্পন্ন রয়েছে। এগুলো নিষ্পন্নে কাজ চলছে।

বৈঠকে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ-১ জানায়, সংসদ ভবনের ছাদ থেকে পানি পড়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে, দক্ষিণ প্লাজার টানেলের এক্সপানশন জয়েন্টের কাজ করা হয়নি। তাই ওই স্থান দিয়ে পানি পড়ছে। অনুমোদন পেলে দক্ষিণ প্লাজায় ও টানেলের এক্সপানশন জয়েন্টে দিয়ে পানি পড়া রোধে গণপূর্ত অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, নিলামযোগ্য মালামাল থাকলে নিয়ম অনুযায়ী বাজার মূল্য নির্ধারণ করে বিক্রির কাজ অব্যহত রাখতে হবে।

বৈঠকে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ-১ জানায়, ইঁদুর নিধনের জন্য চাহিদার ভিত্তিতে বাক্স বা ফাঁদ সরবরাহ করা হচ্ছে।

(ওএস/এসপি/জানুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test