E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পদ্মাসেতুর ৬ ও ৭ নম্বর পিলারের চূড়ান্ত অনুমোদন

২০১৯ জানুয়ারি ১৫ ১৭:১৪:৪৮
পদ্মাসেতুর ৬ ও ৭ নম্বর পিলারের চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক : দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এ অনুমোদন দেন।

পদ্মা সেতুর প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সেতুর প্রকল্প পরিচালক ৬ ও ৭ নম্বর পিলারের অনুমোদন দিয়েছেন। আগে ৬টি পাইলের সাহায্যে একটি মূল পিলার স্থাপন হতো। এখন ৬টির স্থলে ৭টি পাইলের সাহায্যে ৬ ও ৭ নম্বর পিলার স্থাপন হবে।

এছাড়া স্কিন গ্রাউন্টিং তথা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মধ্য দিয়ে ৬ ও ৭ নম্বর পিলার স্থাপিত হবে বলেও জানান তিনি।

এদিকে ৬ ও ৭ নম্বর পিলার নির্মাণকাজ শেষ না হওয়ার মাওয়া প্রান্তে স্প্যান বসানো সম্ভব হচ্ছে না। এখন ৬ ও ৭ নম্বর পিলার নির্মাণকাজ শেষ হলে মাওয়ায় স্প্যান বসানো শুরু হবে। মাঝ নদীতে ১২ ও ১৩ নম্বর পিলার দুটিও প্রস্তুত করা হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যান এবং সবশেষ গত ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান বসানো হয়েছে।

এসব স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হয়েছে। এখন ষষ্ঠ স্প্যান বসলে সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হবে। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার।

(ওএস/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test