E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরমালিন পরীক্ষা করার যন্ত্র পরীক্ষার নির্দেশ

২০১৪ জুলাই ২১ ১৬:৩৩:৩৪
ফরমালিন পরীক্ষা করার যন্ত্র পরীক্ষার নির্দেশ

স্টাফ রিপোর্টার : নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন করতে অন্যতম অনুসঙ্গ ফরমালিন পরীক্ষা করার মেশিন পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তার আদেশে বলা হয়, ফলসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিনবিরোধী অভিযানে ব্যবহৃত যন্ত্র- ফরমাল ডিহাইড মিটার জেড-৩০০ এর যথাযর্থতা পরীক্ষা করতে হবে।

আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ কাউন্সিল ফর সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) চেয়ারম্যান, বিএসটিআই-এর মহাপরিচালক ও ন্যাশনাল ফুডস সেফটি ল্যাবরেটরির মহাপরিচালককে ওই যন্ত্র কী কী কাজে ব্যবহৃত হয় তা পরীক্ষা করে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে ত্রুটিযুক্ত যন্ত্র দিয়ে ফরমালিন পরীক্ষায় সরকারি কার্যক্রমকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিসিএসআইআর’র চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে আদেশ দেয়া হয়েছে।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ফরমাল ডিহাইড জি- ৩০০ যন্ত্র দিয়ে ফরমালিন পরীক্ষা অভিযান শুরু করার পর এনিয়ে ব্যাবসায়ী মহল ও মিডিয়ায় প্রশ্ন উঠে। তাই ত্রুটিপূর্ণ যন্ত্র দিয়ে ফরমালিন পরীক্ষাকে চ্যালেঞ্জ করে রিট করেন।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাধন চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম গত ১৩ জুলাই হাইকোর্টে এ রিট দায়ের করেন।

(ওএস/এটিঅার/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test