E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তথ্য ফাঁস করায় দুদক পরিচালক ফজলুল বরখাস্ত

২০১৯ জানুয়ারি ২২ ১৮:১৭:২৬
তথ্য ফাঁস করায় দুদক পরিচালক ফজলুল বরখাস্ত

স্টাফ রিপোর্টার : আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ এবং অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে পরিচালক ফজলুল হককে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ফজলুল দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয় কর্মরত ছিলেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন।

বিকেলে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় ফজলুল হকের বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘খারাপ কাজ করলে বহিষ্কার হতেই হবে। তিনি তো সদ্য পদোন্নতি পেয়েছেন, তারপরও মাফ করা হয়নি।’

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বহিষ্কার করা হবে।’

দুদক দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোনো তালিকা করছে কি না— এমন প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, ‘কোনো তালিকা করছি না। চলমান কাজে যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’

(ওএস/এসপি/জানুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test