E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর জার্মানি ও আবুধাবি সফর ১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি

২০১৯ জানুয়ারি ৩০ ১২:৩১:৪৭
প্রধানমন্ত্রীর জার্মানি ও আবুধাবি সফর ১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার : টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা প্রথম কোনো বিদেশ সফরে যাচ্ছেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশ নিতে তিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সফরের প্রস্তুতি নিতে গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।

জানা গেছে, মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসছেন। প্রধানমন্ত্রী সেখানে অন্যান্য ইস্যুর মধ্যে চলমান রোহিঙ্গা সংকট ও এর নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরতে পারেন।

(ওএস/অ/জানুয়ারি ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test