E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অ্যাঞ্জেলিনা জোলি

২০১৯ ফেব্রুয়ারি ০৬ ১৪:৩৩:০৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অ্যাঞ্জেলিনা জোলি

স্টাফ রিপোর্টার : জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠকের আগে দুপুর পৌনে ১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। এর আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে মূলত রোহিঙ্গা বিষয়ে আলোচনা হবে। এরপর আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও জোলির বৈঠক করার কথা রয়েছে।

তিনদিনের সফরে গত সোমবার ঢাকায় আসেন জোলি। ওই দিনই তিনি কক্সবাজার যান। দু’দিন রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে গতকাল মঙ্গলবার বিকেলে তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বিবৃতি দেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ ও তাদের প্রত্যাবর্তনের ব্যবস্থার জন্য তিনি মিয়ানমারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। কক্সবাজার থেকে আজ (বুধবার) সকালেই তিনি ঢাকা ফিরেছেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test