E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারে ২০ একর পাহাড় উদ্ধার

২০১৯ ফেব্রুয়ারি ০৬ ১৮:৫৩:০৬
কক্সবাজারে ২০ একর পাহাড় উদ্ধার

স্টাফ রিপোর্টার : কক্সবাজারে পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসে জড়িতদের অবৈধভাবে অর্জিত সম্পদ অনুসন্ধানে নতুন মাত্রায় অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রভাবশালী একটি মহল কর্তৃক সম্প্রতি কক্সবাজারের ফাতেরঘোনা ও নুরু সওদাগরের ঘোনা এলাকায় সরকারি খাস মালিকানাধীন পাহাড় কেটে প্লট তৈরি এবং প্লট বিক্রি করে অবৈধভাবে অর্থ উপার্জন করার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুদক।

দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদক এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এতে সহযোগিতা করে পুলিশ, র‌্যাব ও প্রশাসন। গত ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ২০ একর পাহাড় অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। আজ বুধবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনফোর্সমেন্ট টিমের অভিযান সূত্রে জানা যায়, কক্সবাজারের একটি প্রভাবশালী সিন্ডিকেট সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাধর ব্যক্তিদের ঘুষের বিনিময়ে পাহাড় ধ্বংসের অপতৎপরতায় নামে। এসব জমি স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের কাছে কয়েক দফায় বিক্রি করে এ সিন্ডিকেট প্রায় ১২ কোটি টাকা অবৈধ অর্থ আদায় করে, যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ।

পাহাড় কাটার সিন্ডিকেটভুক্ত নেতারা হলেন নওশাদ হোসেন ও আজাদ হাসান। তারাই মূলত পরিবেশ ও পাহাড় ধ্বংসকে অবৈধ ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল ও আত্মসাৎপূর্বক বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য দুদকের হস্তগত হয়েছে।

এ প্রসেঙ্গ দুদকের এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক ও প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘পাহাড় ধ্বংস ও প্লট বিক্রি করে যারা অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, তাদের সম্পদের হিসাব বের করা হবে, দুদক আইনে মামলা করা হবে এবং আইনি প্রক্রিয়ায় অবৈধ সম্পদ জব্দ করা হবে।’

তিনি বলেন, ‘পরিবেশ ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের পথ বন্ধ করতে দুদক বদ্ধপরিকর। খুব শিগগিরই উদ্ধার করা পাহাড়ে বৃক্ষরোপণ ও মাটি ভরাট করে পূর্বের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য দুদক উদ্যোগ নেবে।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test