E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বসন্ত এসে গেছে

২০১৯ ফেব্রুয়ারি ১৩ ১৪:৩৬:৩৮
বসন্ত এসে গেছে

স্টাফ রিপোর্টার : আজ ফাগুনের প্রথম দিন। বরাবরের মতো এবারও নগরে চলছে বসন্ত বরণ। বুধবার সকাল ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় দিনব্যাপী বসন্ত উৎসব শুরু হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছে জাতীয় বসন্তবরণ উদযাপন পরিষদ।

অনুষ্ঠান শুরু হয় ধ্রুপদী সুরের মূর্ছনায়। একক আবৃত্তি ও একক সংগীতের মধ্য দিয়ে চলছে মনোমুগ্ধকর পরিবেশনা। সারাদিনের আয়োজনে থাকছে উচ্চাঙ্গ সঙ্গীতে দলীয় নৃত্য ও আদিবাসীদের নাচ। এছাড়াও একক আবৃত্তি পরিবেশন করবেন সৈয়দ হাসান ইমাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বেলায়েত হোসেন ও নায়লা তারান্নুম চৌধুরী কাকলি। দলীয় পরিবেশনায় থাকছে সুরতীর্থ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও বাফা'র নানা পরিবেশনা।

বটতলার বসন্ত উৎসবে ঘুরতে এসেছেন মিতু ও সজিব দম্পতি। এ দম্পতি বলেন, প্রায় প্রতিবছরই আমরা এ অনুষ্ঠানে আসি। এটি বাংলার একটি ঐতিহ্য। বরাবরের মতো এবারও এসে খুব ভালো লাগছে।

বসন্ত বরণ উৎসব আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মানজার আহমেদ সুইট সাংবাদিকদের জানান, বকুলতলায় সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বসন্ত উৎসব চলবে। ২৪ বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি।

বকুলতলা ছাড়াও পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও উত্তরার তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চেও একযোগে অনুষ্ঠান চলবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test