E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮ম দিনে বুড়িগঙ্গায় ১২৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০১৯ ফেব্রুয়ারি ১৩ ১৮:৫০:১১
৮ম দিনে বুড়িগঙ্গায় ১২৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের তৃতীয় পর্যায়ে কামরাঙ্গীরচরের খোলামোরাঘাট থেকে ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে ১২৪টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার অষ্টম দিনের মতো এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এদিন নৌ পরিবহন সচিব মো. আবদুস সামাদ বিআইডব্লিউটিএ’র এই উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ করা ১২৪টি স্থাপনার মধ্যে ১১টি দোতলা ভবন, ৬টি একতলা ভবন, ৩০টি আধাপাকা ঘর, ২২টি টিনের ঘর ও ৫৫টি টঙ ঘর রয়েছে।

উচ্ছেদ অভিযানের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট এক হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে দখলদারদের বিতারিত করার পরিকল্পনা নিয়ে নদী তীর উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে বিআইডব্লিউটিএ।

আগামীকাল বৃহস্পতিবার কামরাঙ্গিরচরের ঝাউচর এলাকা থেকে বসিলা অভিমুখে বুড়িগঙ্গা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test