E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

২০১৯ ফেব্রুয়ারি ২১ ০০:২৭:৪২
চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

স্টাফ রিপোর্টার : পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ দগ্ধ-আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৮-১০ জনের অবস্থা গুরুতর।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে চকবাজারের চুরিহাট্টা এলাকার ওই গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, চকবাজার চুরিহাট্টা এলাকায় ওই প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। আগুন পাশাপাশি দুই ভবনে ছড়িয়ে পড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ‌পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ ও আহতসহ অর্ধশতাধিক মানুষ ঢামেক হাসপাতালে এসেছেন।এদের মধ্যে দগ্ধ ৮ থেকে ১০ জনের অবস্থা গুরুতর।

তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি।

(ওএস/অ/ফেব্রুয়ারি ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test