E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসরাইলের আগ্রাসন বন্ধের আহ্বান ড. ইউনূসের

২০১৪ জুলাই ২৩ ১১:১৯:১৬
ইসরাইলের আগ্রাসন বন্ধের আহ্বান ড. ইউনূসের

স্টাফ রির্পোটার : ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন বন্ধে অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির ব্যানারে ড. মুহাম্মদ ইউনূস এ আহ্বান জানান। আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে ড. ইঊনূস ছাড়াও কমিটির সেক্রেটারি জেনারেল শন ক্রিটিন, কো-প্রেসিডেন্ট রিনার ব্রাউন, ইনগ্রিবর্গ ব্রিইন্স, বিটি উইলিয়ামস, জোদি উইলিয়াম, কোরিগান, কারমান ঐক্যবদ্ধভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন ভূখন্ডে ইসরাইলের দখলদারিত্ব বন্ধ হলেই কেবল ওই এলাকায় শান্তি ফিরে আসবে, বন্ধ হবে সংঘাত।
সার্ভিস কমিটির সদস্যরা বলেন, আন্তর্জাতিক সমপ্রদায় মৌলিক মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে ফিলিস্তিনে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা করবে। একই সঙ্গে যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনবে।
(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test