E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উৎপাদনকারীরা লাভবান হচ্ছেন না : কৃষিমন্ত্রী

২০১৯ ফেব্রুয়ারি ২৪ ১৬:৩৩:৩৪
উৎপাদনকারীরা লাভবান হচ্ছেন না : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : দেশে ফসল, সবজি, ফলসহ পোল্ট্রি ও ডেইরি খাতে উৎপাদন ভালো হলেও উৎপাদনকারীরা তেমন লাভবান হচ্ছেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফন্টেইনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান তিনি।

বর্তমান সরকারের কৃষি ও কৃষিজাত সেক্টরে গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘এর ফলে কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়, পাশাপাশি কৃষির উপখাতেও ভালো অগ্রগতি হয়েছে। ফসল, সবজি, ফলসহ পোল্ট্রি ও ডেইরি খাতে উৎপাদন ভালো। সবক্ষেত্রে উৎপাদন ভালো হলেও উৎপাদনকারীরা তেমন লাভবান হচ্ছেন না। উৎপাদন খরচ ও বিক্রির মধ্যে তেমন তারতম্য নেই। অনেক সময় উৎপাদন খরচের চেয়ে কমদামে বিক্রি করতে বাধ্য হন উৎপাদনকারীরা।’

খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ শিল্পের যথাযথ বিকাশ হলে কৃষি খাত লাভবান হবে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘এক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগে কানাডার সহযোগিতা চাই। এছাড়া আমাদের কৃষিবিজ্ঞানী, গবেষকদের এবং টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এ সেক্টর আরও লাভবান হবে।’

এ সময় কানাডার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন বেশ লক্ষ্যণীয়। দু’দেশের মধ্যে ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন ও বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ়করণের লক্ষ্যে কাজ করছে কানাডা।’

তিনি আরও বলেন, ‘চলতি বছরে কানাডা খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সেক্ষেত্রে বাংলাদেশ প্রাধান্য পাবে। তারা কৃষি গবেষণা, প্রশিক্ষণসহ টেকনিক্যাল সহায়তা করবে বাংলাদেশকে। জার্মপ্লাজম, শস্যের বৈচিত্রায়ন ও শস্যের নতুন নতুন জাত উদ্ভাবনে যৌথভাবে কাজ করবে।’

এ সময় উপস্থিত কানাডিয়ান কর্মাশিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট জানান, তারা নবায়ণযোগ্য জ্বালানি, জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় বিনিয়োগ করতে চান। বাংলাদেশে সোলার প্যানেলের ইন্ডাস্ট্রি করার আগ্রহের কথাও জানান তিনি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test