E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিমানবন্দরের উন্নয়নে সহযোগিতায় আগ্রহী কানাডা

২০১৯ ফেব্রুয়ারি ২৪ ১৬:৪৪:৩২
বিমানবন্দরের উন্নয়নে সহযোগিতায় আগ্রহী কানাডা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নত করতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কানাডা।

বিমানবন্দরগুলোর উন্নয়ন, নিরাপত্তা ও বিমান পরিবহন খাতের সনদ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা দিতে আগ্রহী কানাডা।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন এ আশ্বাস দেন।

বেনোইত প্রিফনটেইনের নেতৃত্বে বৈঠকে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকট, আঞ্চলিক পরিচালক (এশিয়া) ইয়োভনি চিনসহ দু’পক্ষের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test