E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদে ১০ হাজার কোটি টাকার বাড়তি ভাড়া আদায়!

২০১৪ জুলাই ২৩ ১৪:৩৫:০৬
ঈদে ১০ হাজার কোটি টাকার বাড়তি ভাড়া আদায়!

স্টাফ রিপোর্টার : ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের নামে চলছে হরিলুট। এই উৎসবকে ঘিরে বাড়তি ভাড়া হিসাবে সড়ক, রেল, নৌ পথের যাত্রীদের কাছে থেকে ১০ হাজার ৭৭৫ কোটি টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রাথমিক পর্যবেক্ষনে দেখা গেছে ২৫ রমজান থেকে ঈদের দশ দিন পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত সড়ক পথে ৬হাজার কোটি টাকা, নৌ পথে ৪’হাজার কোটি টাকারও বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

তিনি আরো বলেন, রেল পথে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ট্রেনের আগাম টিকেটের সুযোগে কালোবাজারীরা আগাম হাতিয়ে নিচ্ছে প্রায় ৭৭৫ কোটি টাকারও বেশি।

সারাদেশে যানজট ও সড়কের বেহাল দশার কারণে যাত্রীরা নৌপথে উপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, নৌপথে এবার ঈদে ১ কোটির বেশি যাত্রী যাতায়াত করবে কিন্তু তার মধ্যে ৮০ শতাংশ যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হচ্ছে।

এছাড়া রেলপথে প্রতিদিন ৭৬টি আন্তঃনগর,৬২ টি মেইল ও এক্সপ্রেস ট্রেন,৯৫টি লোকাল ট্রেনে প্রতিদিন গড়ে ২ লক্ষ্য যাত্রী বহন করা হয় যার ৪৮ শতাংশ যাত্রী কালোবাজারীর কাছ থেকে চড়াদামে টিকিট সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।

এ থেকে উত্তরণের জন্য গণপরিবহণের সংখ্যা বাড়ানো, মনিটরিং টিমে যাত্রীদের প্রতিনিধি রাখা, শাস্তির বিধানের ব্যবস্থা করা, টিকেটের গায়ে দূরুত্ব ও ভাড়ার অংক প্রিন্টের ব্যবস্থা করার আহব্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শরিফ রফিকুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রুমি, নির্বাহী সদস্য কাজী আমিনুল্লাহ মাহফুজ,মাহামুদুর হাসান প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test