E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়র আতিকুলের প্রথম সংবাদ সম্মেলন কাল

২০১৯ মার্চ ০১ ১৬:০৬:৪৪
মেয়র আতিকুলের প্রথম সংবাদ সম্মেলন কাল

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের প্রথম সংবাদ সম্মেলন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন সুমন শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনে নির্বাচিত আতিকুল ইসলামের সংবাদ সম্মেলন আগামীকাল রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে বেলা ১২টায় অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএনসিসির উপ-নির্বাচানে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে ৭ লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

১ হাজার ২৯৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, আতিকুল পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। আর শাফিন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। মেয়র পদে অপর তিন প্রার্থী এনপিপির আনিসুর রহমান দেওয়ান (আম) ৮ হাজার ৬৯৫, পিডিপির শাহীন খান (বাঘ) ৮ হাজার ৫৬০ এবং স্বতন্ত্র আব্দুর রহিম (টেবিল ঘড়ি) ১৪ হাজার ৪০ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই বছরের ১৪ জানুয়ারি নির্বাচন স্থগিতাদেশের ব্যাপারে দুটি আলাদা পিটিশনের পরিপ্রেক্ষিতে ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন হাইকোর্টের বিচারপতিদের দ্বৈত বেঞ্চ। গত ১৬ জানুয়ারি আরেক আদেশে হাইকোর্ট জানান, ডিএনসিসির উপ-নির্বাচনে আর কোনো বাধা নেই। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়

(ওএস/এসপি/মার্চ ০১, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test