E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‌‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ আর সোনার বাংলা গড়ার সুসময় এখনই’    

২০১৯ মার্চ ০৮ ২১:৫০:৪৯
‌‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ আর সোনার বাংলা গড়ার সুসময় এখনই’    

স্টাফ রিপোর্টার : ‘পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এদেশকে পিছিয়ে নেওয়া হয়েছিল একাত্তরের অনেক আগের পাকিস্তানি ভাবধারায়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে ধ্বংস এবং বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি  বিনষ্ট করে এর বিপরীতে সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গিবাদের বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল।’ 

‌‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ আর সোনার বাংলা গড়ার সুসময় এখনই’    

‘এ বিষ থেকে দেশকে মুক্ত করতেই কেটে গেছে প্রায় চার দশক। আশার কথা হচ্ছে, বিষ ছড়িয়ে দিতে কাজ করছিল যে অপশক্তি, তাদেরকেও নিষ্ক্রিয় করা গেছে। এখন সময় এসেছে ফের মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার। ‘

খেলাঘর কেন্দ্রীয় কমিটির ঢাকা আঞ্চলিক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন অধিবেশন থেকে এ বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ‘আমাদের বর্তমান আশার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা জামায়াত-যুদ্ধাপরাধী-জঙ্গি নির্মূলের মাধ্যমে বিষমুক্ত বাংলাদেশ তৈরি করে দিয়েছেন। এখন চলছে বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরির মহাযজ্ঞ, যে অগ্রযাত্রায় আগের মতোই পাশে থাকবে খেলাঘরসহ এদেশের সামাজিক-সাংস্কৃতিক যোদ্ধারা। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলে তাদের সঙ্গে নিয়ে খেলাঘরই হবে এ আন্দোলনের অগ্রপথিক স্বপ্নসারথি।’

শুক্রবার ০৮ রাজধানীর শান্তিনগরে খেলাঘর কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের দেড় শতাধিক সংগঠক, খেলাঘরের ভাই-বোন ও অভিভাবকরা।

খেলাঘর ঢাকা মহানগরী কমিটির ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার। কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর সভাপতি সাংবাদিক শ্যামল দত্তের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত ও খেলাঘরের গান পরিবেশন করে ভাই-বোনেরা।

চারটি অধিবেশনে বিভক্ত কর্মশালায় খেলাঘরের গঠনতন্ত্র-সাংগঠনিক শৃঙ্খলা ও বাঙালি সংস্কৃতির ইতিহাস, বর্তমান প্রেক্ষাপটে খেলাঘর আন্দোলন, সমাজ সভ্যতার ক্রমবিকাশ এবং খেলাঘর-সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস-ঐতিহ্য ও আমাদের পূর্বসুরীদের আদর্শ নিয়ে প্রশিক্ষণ দেন যথাক্রমে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও অধ্যাপক প্রণয় সাহা, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শিক্ষাবিদ ড. রতন সিদ্দিকী ও একুশে পদকপ্রাপ্ত মাহমুদ সেলিম।

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব, আলোচনা ও প্রশিক্ষণে সহায়ক ভূমিকা পালন করেন খেলাঘর কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম, আব্দুল মতিন ভূঁইয়া, নাজমুল আহসান অপু, হাসান তারেক ও হান্নান চৌধুরী, মানিকগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি জগদীশ মালো, গাজীপুর জেলা কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরী।

চার জেলার সংগঠকদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগরী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু। পুরো কর্মশালা সঞ্চালনা করেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অশোকেশ রায়, সুনীল কুমার সরকার মিন্টু, হাফিজুর রহমান মিন্টু ও আব্দুল মান্নান এবং সদস্য শামিম আহমেদ।

(ওএস/এসপি/মার্চ ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test