E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইভিএম ভীতিতে পরোক্ষভাবে ইসিও দায়ী

২০১৯ মার্চ ১৩ ১৫:০১:৩২
ইভিএম ভীতিতে পরোক্ষভাবে ইসিও দায়ী

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে মানুষের ভেতরে একটা ভীতি কাজ করছে অনেক জায়গাতে। (এ পরিস্থিতির জন্য) আসলে কোনো কোনো ক্ষেত্রে আমরাও কিন্তু পরোক্ষভাবে দায়ী। আমরা এমন সব কাজ করেছি, যেগুলো ঠিক না।’

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার প্রশিক্ষণের উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি।

পরে বিষয়টি পরিষ্কার করে রফিকুল ইসলাম বলেন, ‘ইভিএম বিষয়ে অনেকের ভেতরে ভীতি কাজ করছে যে, ভোট দিলে পরে সেটা হবে কি না- এ ধরনের ভীতি। সেটা কাটিয়ে ওঠার জন্য আমাদের কাজ করতে হবে।’

প্রশিক্ষণের উদ্বোধনের সময় এ কমিশনার বলেন, ‘অনেক সময় অত্যন্ত ছোট একটা ভুলে যদি আপনারা পড়ে যান, সেটাকে কিন্তু ভুল হিসেবে মানবে না (সাধারণ মানুষ বা ভোটার)। ওই অবস্থায় কাউকে জিতিয়ে দেয়ার জন্য আমাদের ইচ্ছাটাকে ইমপ্লিমেন্ট (বাস্তবায়ন) করা হয়েছে, এটা বলবে এবং এটা মেনে নিতে হবে। এসব বিষয় মাথায় রেখে সচেতনতার সঙ্গে আপনাদের কাজ করতে হবে।’

ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি ভোটারদেরও ইভিএম বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে বলেও জানান রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ইভিএম মেশিন শুধু যারা ভোটগ্রহণ করবেন তারাই ব্যবহার করবেন না। যারা ভোট দেবেন তারাও ব্যবহার করবেন। তাই ভোটারদেরকেও প্রশিক্ষণ দিতে হবে, কীভাবে ভোট দিতে হয়। তাদের সচেতনও করতে হবে।’

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test