E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্নীতিতে জিরো টলারেন্স বার্তা পৌঁছে দিয়েছি : আতিকুল

২০১৯ মার্চ ১৪ ১৬:১০:৫৫
দুর্নীতিতে জিরো টলারেন্স বার্তা পৌঁছে দিয়েছি : আতিকুল

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সদ্য দায়িত্ব গ্রহণ করা মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) দুর্নীতিতে জিরো টলারেন্স এ বার্তা ইতোমধ্যে সব কর্মকর্তা-কর্মচারীর কাছে পৌঁছে দিয়েছি। আমরা নাগরিকদের সেবা দিতে একযোগে কাজ করব।’

রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বৃহস্পতিবার আয়োজিত ‘টুওয়ার্ডাস রিজিলেন্স ঢাকা সিটি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ঢাকা উত্তরের নগরপিতা বলেন, ‘আমি মেয়র হিসেবে নয়; আমি কাজের মাধ্যমে নগরবাসীর সেবক হতে চাই। কাজের জন্য সমস্ত প্রোটকল ভেঙে কামলা হিসেবে কাজ করতে চাই। আমি কাজ করতে এবং কাজের গভীরে যেতে ভালোবাসি। কিন্তু কোনো দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতিতে জিরো টলারেন্স বার্তা ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পৌঁছে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশটা আরও এগিয়ে নিতে হলে, সুন্দর একটি শহর গড়তে হলে প্রতিটি নাগরিকের সহযোগিতা প্রয়োজন।’

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের প্রশিক্ষণ কর্মকাণ্ডের প্রশংসা করে মেয়র আরও বলেন, ‘দুর্যোগের ঝুঁকি, জানমালের নিরাপত্তা এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সব সাধারণ মানুষেরই এমন প্রশিক্ষণ গ্রহণ করা গুরুত্বপূর্ণ।’

আলোচনা সভায় ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, সিডিস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় আরবান রিজিলেন্স প্রজেক্ট, ক্যাপাসিটি বিল্ডিং ডিজাজটার্ট রিস্ক রিডিউশন ইন আরবান এরিয়া নামক প্রকল্পের মাধ্যমে নগর জনগোষ্ঠীর দুর্যোগ ঝুঁকিহ্রাস সক্ষমতায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, নগরবাসীর মধ্যে কমিউনিটি পরিচালিত দুর্যোগ ব্যবস্থাপনার সংস্কৃতি সৃষ্টির লক্ষ্যে প্রকল্প চলমান রয়েছে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা, তাপদাহের মতো প্রাকৃতিক দুর্যোগকে আমরা প্রতিরোধ করতে পারি না। তবে আমরা এসবের ক্ষতির মাত্রা কমিয়ে আনতে পারি। দুর্যোগ ঝুঁকিহ্রাস কেবল সরকারের দায়িত্ব নয়, বরং আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। প্রকৃতপক্ষে আমরাই আমাদের জীবন ও সম্পদ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারি। সচেতনতার লক্ষ্যে এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার দুর্যোগের ঝুঁকি সনাক্ত করে সে সব ঝুঁকিহ্রাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফসহ আয়োজক সংগঠনেরগুলোর প্রতিনিধিরা।

(ওএস/এসপি/মার্চ ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test