E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্টিল মিলের গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক

২০১৯ মার্চ ১৬ ১৫:০০:৫৮
স্টিল মিলের গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গলিত সীসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক। শনিবার (১৬ মার্চ) সকালে শীতলপুর স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ শ্রমিকরা হলেন- মাইনুদ্দিন (২৫), শাহ আলম (৫৫), আমজাদ হোসেন (৪০), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২) এবং মো. মিশু (৩৫)। তাদের মধ্যে মাইনুদ্দিন, মো. মিয়া, আমজাদ হোসেন ও রিয়াদ হোসেনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য লোহা গলানোর সময় গলিত সীসায় ঝলসে যান ৬ শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তিনি আরও বলেন, আহত ছয়জনের দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হচ্ছে।

(ওএস/এসপি/মার্চ ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test