E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০১৪ জুলাই ২৪ ১২:৪২:৩৪
৩ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রির্পোটার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের আমন্ত্রণে যুক্তরাজ্য সফর করেন তিনি।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সরকারি সফরে প্রথমবারের মতো যুক্তরাজ্যে অনুষ্ঠিত গার্ল সামিটে যোগদান শেষে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন ও ডিএফআইডি আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অ্যান্থনি স্মিথ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী মঙ্গলবার বৃটেনের রাজধানী লন্ডনে অবস্থিত এই গার্ল সামিটে ২০ সদস্যের উচ্চপর্যায়ে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটে উচ্চপর্যায়ে অধিবেশন যোগ দেন এবং বুরকিনা ফাসোর ফাস্ট লেডি সান্তাল কম্পারো, পাকিস্তানে বিখ্যাত শিশু শিক্ষাকর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে ওয়ালওয়ার্থ একাডেমীতে মতবিনিময় করেন।
যুক্তরাজ্যের সরকার এবং ইউনিসেফ মেয়েদের খতনা বা ফিমেল জেনিটাল মিউটিলেশন ও বাল্যবিবাহ রোধকল্পে প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করে।
সফরকালে প্রধানমন্ত্রী ১০ নম্বর ডাউনিং স্টিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া অল পার্টি ব্রিটিশ পার্লামেন্টারী গ্রুপের নেতা, যুক্তরাজ্যের উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেসমান্ড সোয়ান, জাতিসংঘের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক, যুক্তরাজ্যের ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডগলাস আলেকজান্ডার ও ব্রিটিশ কমন সভার হোম এ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান কিথ ভাজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল স্যুটে সাক্ষাৎ করেন।
মঙ্গলবার সন্ধ্যায় শেখ হাসিনা লন্ডনে হোটেল হিলটনে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দেন।
প্রধানমন্ত্রী বিবিসি ওয়ার্ল্ড রেডিও ও বিবিসি বাংলা সার্ভিসের সঙ্গে সাক্ষাৎকার দেন।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test