E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

২০১৯ এপ্রিল ০১ ২১:৩৯:১৯
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার : মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকা এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ও সেবা না দেয়ায় রাজধানীর ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে শাওন ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার, প্রিয়াংকা মোটরসকে ৫ হাজার, তাজ জেনারেল স্টোরকে ১০ হাজার, কুটুমবাড়িকে ২০ হাজার, বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার, মদিনা ফার্মেসিকে ১৫ হাজার, গ্রীন পাওয়ার ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার, মেডিসিন প্লাসকে ২০ হাজার, নিউ ভাগ্যকূল সুইটসকে ১০ হাজার, ইত্যাদি ফার্মাকে ২৫ হাজার, হাই লিংক কম্পিউটার নেটওয়ার্ককে ৫ হাজার ও তেহারি ঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদাউস এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন এপিবিএন -১১ এর সদস্যরা।

(ওএস/এএস/এপ্রিল ০১, ২০১৯)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test