E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক পেটানো চিকিৎসকের চিকিত্সা সনদ বাতিল

২০১৪ জুলাই ২৪ ১৮:১৭:১৫
সাংবাদিক পেটানো চিকিৎসকের চিকিত্সা সনদ বাতিল

স্টাফ রিপোর্টার, ঢাকা : শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক সফিউল আজমের চিকিত্সা সনদ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এর ফলে প্রাইভেট প্রাকটিসের অধিকার হারালেন।

আজ বৃহস্পতিবার বিএমডিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের সঙ্গে প্রতারণা ও অসদাচরণের দায়ে সফিউল আজমকে (বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর: এ-২১৯৩৩) অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর ধারা ২৯ এবং বিএমডিসির নীতিমালার ধারা ৬ অনুযায়ী সফিউল আজমের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হলো।

এর আগে, গত ১৩ মে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল সংবাদ সংগ্রহ করার জন্য শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিত্সক সফিউল আজম তাঁর ওপর হামলা চালান। পরে বিএমডিসি একটি তদন্ত কমিটি করে ঘটনার তদন্ত শুরু করে।

বিএমডিসি সূত্র জানায়, তদন্ত কমিটি হামলাকারী চিকিত্সকের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছেন। তদন্ত কমিটির অনুসন্ধানে সফিউল আজমের সরকারি চাকরি ছেড়ে না দিয়ে বেসরকারি হাসপাতালে পূর্ণকালীন চাকরিতে যোগদানের প্রমাণ মিলেছে। তিনি কখনো সহকারী অধ্যাপক, কখনো সহযোগী অধ্যাপক, আবার কখনো শুধু অধ্যাপক পদবি ব্যবহার করছেন। এ ছাড়া তদন্ত কমিটি শিশির মোড়লের ওপর হামলারও প্রমাণ পেয়েছে।

উল্লেখ্য, এর মধ্য দিয়ে দেশে দ্বিতীয় কোনো চিকিত্সকের সনদ বাতিল হলো। এর আগে আশির দশকে অরুণ জ্যোতি চাকমা নামের এক চিকিত্সকের সনদ বাতিল হয়েছিল।

(ওএস/অ/জুলাই ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test