E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামবে সিসিক

২০১৯ এপ্রিল ০৬ ২১:০৩:৪১
অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামবে সিসিক

স্টাফ রিপোর্টার : নগরীতে অবৈধভাবে গড়ে উঠা গ্যাস সিলিন্ডারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধে অভিযান চালাবে সিলেট সিটি কর্পোরেশন। শনিবার দুপুরে নগর ভবনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

মেয়র বলেন, ‘সিলেট নগরীতে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকান। সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণভাবে বিক্রি হচ্ছে এসব গ্যাস সিলিন্ডার। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকির মধ্যে রয়েছে এসব দোকানের আশপাশের মার্কেট ও বিপনী বিতান। এছাড়া যেকোন সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে। এ অবস্থায় যথাযথ নিয়ম না মেনে চলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সিটি কর্পোরেশন।’

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উত্তর বাগবাড়ি মদিনা মার্কেট রোড এলাকায় স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড নামে প্রতিষ্ঠানের একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরিত সিলিন্ডারটি উড়ে গিয়ে আঘাত করে সড়কে থাকা মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিককে। অল্পতেই রক্ষা পেয়েছেন তারা। তবে পার্কিংয়ে থাকা একটি সিএনজি অটোরিকশা এ আঘাতে দুমড়েমুচড়ে যায়।

ঘটনার পরপরই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তাৎক্ষণিকভাবে ডাকেন জরুরি বৈঠক।

বৈঠকে রবিবার সকাল থেকে নগরীতে অবৈধভাবে গড়ে উঠা গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিসিকের ভারপ্রাপ্ত সচিব নুর আজিজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিভুতি ভুষন ব্যানার্জি, জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেমস লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুল মুমিম, উপ-মহাব্যবস্থাপক শামসুল আলম, বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাত্তার আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সাবেক সভাপতি আশরাফুল কবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফিসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test