E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নুসরাত হত্যা : গ্রেফতার ২১, স্বীকারোক্তি ৭ জনের

২০১৯ এপ্রিল ২১ ১৫:১০:২১
নুসরাত হত্যা : গ্রেফতার ২১, স্বীকারোক্তি ৭ জনের

নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

মামলার তদন্তকারী ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২১ এপ্রিল) পর্যন্ত গ্রেফতাররা হলেন- অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, মাদরাসার ছাত্র নূর হোসেন, কেফায়াত উল্যাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন, সাইদুল ইসলাম, জাবেদ হোসেন, যোবায়ের হোসেন, নুর উদ্দিন, শাহাদাত হোসেন, মো. শামীম, কামরুন নাহার মনি, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের ও জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, সহপাঠী আরিফুল ইসলাম, অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি, এজহারনামীয় আসামি শাহাদাত হোসেন শামীমের ভাগনি জান্নাত ফেরদৌস মনি ও এমরান হোসেন মামুন ও পরিকল্পনাকারী ইফতেখার হোসেন রানা।

এদের মধ্যে মামলার এজহারভুক্ত আটজনের মধ্যে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ মামলায় নুসরাত হত্যার দায় স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি ও জাবেদ হোসেন।

গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথমপত্র দিতে গেলে মাদরাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর ১০ এপ্রিল রাতে মারা যায়।

পরদিন ১১ এপ্রিল বিকেলে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। ১০ এপ্রিল থেকে মামলাটির দায়িত্ব পায় বিপিআই। সেই থেকেই গ্রেফতার হতে থাকে আসামিরা।

(ওএস/এসপি/এপ্রিল ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test