E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭৭৪৮ মিলিয়ন ডলার

২০১৯ এপ্রিল ২৫ ২২:৫৮:৪২
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭৭৪৮ মিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ৭ হাজার ৭৪৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার। দেশটির সঙ্গে বাংলাদেশের ৮৭৩ দশমিক ৩ মিলিয়ন ডলার রফতানির বিপরীতে আমদানির পরিমাণ ৮ হাজার ৬২১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।’

জাতীয় সংসদে বৃহস্পতিবার মেহেরপুর-২ আসনের সহিদুজ্জামানের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। সংসদে বাণিজ্যমন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, সার্কভুক্ত অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ৪৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার, ভুটানের সঙ্গে ২৭ দশমিক ৯ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কার সঙ্গে ১৬ দশমিক ২ মিলিয়ন ডলার, মালদ্বীপের সঙ্গে ১২ দশমিক ৯ মিলিয়ন ডলার ও আফগানিস্তানের সঙ্গে ২ মিলিয়ন ডলার।

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দেশের সাড়ে ১৬ কোটি জনসংখ্যার জন্য প্রতিদিন ৫০৯ গ্রাম হিসাবে বছরে ৩০৬ লাখ ৫৫ হাজার টন খাদ্যশস্যের চাহিদা আছে। ২০১৭-১৮ অর্থবছরে ৩১৯ লাখ ২৬ হাজার টন চাল ও ৯ লাখ ৩৪ হাজার টন গম উৎপাদিত হয়েছে। বর্তমানে চাহিদার চেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন হয়। তাই খাদ্যের কোনো ঘাটতি নেই।’

(ওএস/এসপি/এপ্রিল ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test