E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই

২০১৯ মে ০১ ১৮:২৬:৩৪
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই

স্টাফ রিপোর্টার : অনুদান দিতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে এ সংক্রান্ত কমিটিকে পাশ কাটিয়ে তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলে কমিটির চারজন সদস্য পদত্যাগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

বুধবার (১ মে) এ বিষয়ে গণমাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়।

বক্তব্যে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান দেয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের ‘১৯৭১-সেইসব দিন’ চলচ্চিত্রের বিষয়ে ১১ সদস্যের অনুদান কমিটির চারজন অজানা কারণে ক্রমাগতভাবে অসম্মতি প্রকাশ করে আসছিলেন।

এতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং চলচ্চিত্র অঙ্গনে দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বদের অবদান রাখার সুযোগ দেবার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সবকটি চলচ্চিত্রের সঙ্গে উল্লিখিত দুটি চলচ্চিত্রকেও অনুদানের আওতায় আনা হয়, যার সঙ্গে অনুদান কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ সহমত পোষণ করেছেন।

‘এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই’ বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেয়ার পর গত রোববার (২৮ এপ্রিল) চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম, মামুনুর রশিদ ও মতিন রহমান কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০১৮-১৯ অর্থবছরে অনুদানের চলচ্চিত্র নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন কমিটির এই চার সদস্য।

পদত্যাগপত্রে তারা লিখেছেন- অনুদান কমিটির সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই মন্ত্রণালয় এককভাবে তাদের সিদ্ধান্ত পাল্টে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে।

তারা আরও অভিযোগ করেছেন, অনুদান পাওয়ার চলচ্চিত্রের মধ্যে মানহীন চলচ্চিত্র রয়েছে যেগুলোকে কমিটি অনুমোদন দেয়নি কিন্তু মন্ত্রণালয় তা অন্তর্ভুক্ত করেছে।

(ওএস/এসপি/মে ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test