E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফণীর ক্ষতি কমাতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০১৯ মে ০২ ১৫:১৭:৪০
ফণীর ক্ষতি কমাতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : অতিপ্রবল প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশে আঘাত হানলে ক্ষতি কমিয়ে আনতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে বিভিন্ন দুর্যোগে গণমাধ্যমের করণীয় বিষয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (বিসিজেএফ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আসন্ন দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে ক্ষতি কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

‘আমাদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির পাশাপাশি এ নির্দেশনা বাড়তি শক্তি হিসেবে কাজ করবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল বলেন, ১৯টি জেলা আক্রান্ত হতে পারে, সে সব জেলার মানুষ নিজেরাই সচেতন হয়েছে। আমরা পূর্বপ্রস্তুতি নিয়েছি। শুকনো খাবার পাঠানো হয়েছে, মেডিকেল টিম গঠন করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। আমরা একটি প্রাণও হারাতে চাই না। সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে রেখেছি।

(ওএস/এসপি/মে ০২, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test