E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদ জামাত কোথায় কখন

২০১৪ জুলাই ২৮ ১২:৪৩:৪০
ঈদ জামাত কোথায় কখন

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন জামায়াতে ইমামতি করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে বায়তুল মোকাররম জাতীয় মজসিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০ টায় চতুর্থ এবং ১১টায় পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা দণি সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ৫৮টি ওয়াডের প্রতিটিতে চারটি করে মোট ২৩২টি জামাত অনুষ্ঠিত হবে। একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট ১৪৪টি ঈদ জামাতের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া জাতীয় ঈদগাহ ময়দানের জামাত শেষ হওয়ার এক ঘণ্টা পর সুপ্রিম কোর্ট মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া জামাতের সময়সূচি হচ্ছে
৭.৩০টা : রহমতিয়া জামে মসজিদ (প্রথম), লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা জামে মসজিদ।

৭.৪৫ : মোহাম্মদপুর পিসিকালচার হাউজিং সোসাইটি জামে মসজিদ (প্রথম), মিরপুর ১২ নং সেকশন এ ব্লকস্থ হারুন মোল্লাহ ঈদাহ।

৮.০০টা : সংসদ ভবনস্থ দক্ষিণ প্লাজা, কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়া ময়দান, বনানী জামে মসজিদ (প্রথম), জমঈয়তে আহলে হাদিসের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, বাবে রহমত দেওয়ানবাগ শরীফ (প্রথম), সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার জামে মসজিদ, আগারগাঁও দারুল ঈমান জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, কদমতলা সংসদসংলগ্ন দণি বাসাবো বালুর মাঠ, চ্যানেল আই জামে মসজিদ (প্রথম)।

৮.৩০ টা : ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদ, রহমতিয়া জামে মসজিদ (দ্বিতীয়), গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দান, ফার্মগেট মসজিদে বায়তুশ শরফ, লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদ, মোহাম্মদপুর বায়তুত তাইয়্যেব জামে মসজিদ, মোহাম্মদপুর মসজিদে তৈয়্যেবিয়া (প্রথম), এমডিসি বিদ্যালয় মিরপুর-১১।

৮.৪৫ : মোহাম্মদপুর পিসিকালচার হাউজিং সোসাইটি জামে মসজিদ (দ্বিতীয়), দারুসসালাম মারকাজে ইশাআতে ইসলাম মসজিদ কমপ্লেক্স।

৯.০০টা : আরমানিটোলা মাঠ।

৯.৩০টা: বনানী জামে মসজিদ (দ্বিতীয়), বাবে রহমত দেওয়ানবাগ শরীফ (দ্বিতীয়), মোহাম্মদপুর মসজিদে তৈয়্যেবিয়া (দ্বিতীয়)।

১০.০০টা : বাবে রহমত দেওয়ানবাগ শরীফ (তৃতীয়)

১১.১৫: চ্যানেল আই জামে মসজিদ (প্রথম)।

লক্ষ্মীপুরে সর্ববৃহৎ জামাত হায়দরগঞ্জ ঈদগাহ ময়দানে সকাল ১০টায়।

নারায়ণগঞ্জ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহে দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। শহরের খানপুরে ইসলামী কাফেলার উদ্যোগে দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা ও ৯টায়। ফতুল্লার কাশিপুর ঈদগাহে সকাল ৭টা ও ৮টায় দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বন্দরের নবীগঞ্জ বাগে জান্নাত ঈদগাহে সকাল ৮টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়নে হাবিবপুর ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আড়াইহাজারে উপজেলা পরিষদ ঈদগাহ, বিশনন্দীর কড়ইতলা ঈদগাহ, গোপালদী ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গাজীপুর : গাজীপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এবার ঈদগাহ মাঠের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বৃষ্টির আশঙ্কায় স্থানীয়রা বিভিন্ন এলাকার মসজিদে এবারের ঈদের জামাতের আয়োজন করেছে।
ঈদের দিন সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক তার নির্বাচনী এলাকা চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এবং গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা-কমচারী ও রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ গাজীপুর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী শ্রীপুর পৌর ওয়ায়েদ্দার দিঘী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

এ ছাড়াও গাজীপুরের সব ক’টি কারাগারের অভ্যন্তরে বিশেষ ব্যবস্থাপনায় কারাবন্দীদের জন্য ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন কারাবন্দীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।

উল্লেখযোগ্য ঈদের জামাতের সময়সূচি
সকাল ৭টায় : বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠ (১ম জামাত)।

সকাল সাড়ে ৭টায় : গাজীপুর মহানগরীর বোর্ডবাজারস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি (আইইউটি) কেন্দ্রীয় জামে মসজিদ ও কাপাসিয়ার বরুন রোড জামে মসজিদ।

সকাল ৮টায় : গাজীপুর মহানগরীস্থিত গাজীপুর জেলা পুলিশ লাইন জাতীয় গ্রাউন্ড মাঠ, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠ (দ্বিতীয় জামাত), বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস জামে মসজিদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ঈদগাহ মাঠ (প্রথম জামাত), কালিয়াকৈরের আনসার ভিডিপি একাডেমি ঈদগাহ মাঠ (প্রথম জামাত), চতর নয়াপাড়া জামে মসজিদ, কাপাসিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ, কাপাসিয়া বাজার জামে মসজিদ ও কালীগঞ্জের ভাতগাঁটি ঈদগাহ মাঠ।
সকাল সাড়ে ৮টায় : গাজীপুর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ (প্রথম জামাত), নলজানী মধ্য পাড়া বাইতুল আলিম জামে মসজিদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদ (প্রথম জামাত), ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, কালিয়াকৈর বাজার মসজিদ, সফিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।

সকাল ৯টায় : কাপাসিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কালিয়কৈরের আনসার ভিডিপি একাডেমী ঈদগাহ মাঠ (দ্বিতীয় জামাত), গাজীপুর মহানগরীর নীলের পাড়া জামে মসজিদ, কালীগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদ, বালিগাঁও ঈদগাহ মাঠ ও মনসুর জামে মসজিদ, কালিয়াকৈরের চান্দাবহ ঈদগাহ মাঠ ও মাজুখান ঈদগাহ মাঠ।
সকাল সাড়ে ৯টায় : চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ (দ্বিতীয় জামাত), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদ (দ্বিতীয় জামাত), কাপাসিয়া দিগধা ঈদগাহ মাঠ।

সকাল ১০টায় : কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ঈদগাহ মাঠ (দ্বিতীয় জামাত), শ্রীপুর পৌর ওয়ায়েদ্দার দিঘী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, শ্রীপুর মাওনা পিয়ার আলী ঈদগাহ মাঠ।

সকাল সাড়ে ১০টায় : শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠ।

সিলেট : সিলেটে বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদুল ফিতরের জামাতের সময়সুচি ঘোষণা করা হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতের আগে বয়ান করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুস্তাক খান। জামাতে ইমামতি করবেন খতিব মাওলানা আব্দুল করিম। দরগাহে হযরত শাহজালাল রহ: মাজার প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ। টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি বোরহান উদ্দিন কাশেমি এ জামাতে ইমামতি করবেন। কুশিঘাটস্থ গাজী বোরহান উদ্দিন রহ: মাজার ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বোরহান উদ্দিন রহ: মাজার মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান। দরগাহে হজরত শাহ পরান রহ: মাজার ইদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

রংপুর : ইসলামিক ফাউন্ডেশন থেকে পাওয়া তথ্য মতে এবার নগরীতে ঈদের প্রধান জামাত অুনষ্ঠিত হবে সকাল ৯টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। এখানে বিভাগীয় কমিশনার, সিটি প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন কর্তাব্যাক্তি ছাড়াও প্রায় ২৫ হাজার মানুষ নামাজ আদায় করবেন। তবে বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে মাওলানা কারামতিয়া জামে মসজিদে।

অন্য দিকে এ অঞ্চলের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে রংপুরের গঙ্গাচড়ার তালুক হাবু ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায়। এখানে লক্ষাধিক মানুষ ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়াও মহানগরীর বিডিআর, ক্যান্টনমেন্ট ও পুলিশ লাইন মাঠে সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে, আহলে হাদিস মসজিদে সাড়ে ৯টায় এবং মহানগরীর ৭০টিসহ রংপুরের ৪৪৫টি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ে এবার জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে জেলার সকল উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পাড়া মহল্লার মানুষ ঈদকে বরণ করতে সাধ সাধ্যের ভেতর থেকে প্রস্তুতি নিচ্ছেন।

ফরিদপুর : পবিত্র ঈদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ফরিদপুরে। জেলা শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য হচ্ছে ঈদগাহ ও মসজিদ ময়দান প্রস্তুত করা হয়েছে। পুরো জেলায় এবার পাঁচ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সকাল সোয়া ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে চাঁদমারি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও ঝিলটুলী অম্বিকা ময়দানে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে পুলিশ লাইনস ময়দানে। সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে সামসুল উলুম মাদরাসা ময়দান, জেলা কারাগার ময়দান, আলিপুর গোরস্থান জামে ময়দান, নদী গবেষনা ইন্সটিটিউট ও ইয়াছিন কলেজ ময়দানে এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাদ্দেম মসজিদে। এ দিকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ জাতীয় নেতৃবৃন্দ এবার ঈদে ফরিদপুরে উদযাপন করছেন না বলে জানা গেছে। ফলে দলের নেতাকর্মীদের মাঝে কিছুটা নিরুত্তাপ ভাব ল করা গেছে।

বরিশাল : বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ ছাড়া নগরীর ছয়টি মসজিদ ও ঈদগাহ মাঠে দু’টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতের মধ্য দিয়ে বরিশাল নগরীতে সর্বশেষ ঈদের জামাত সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জামে মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি মাওলানা মো: আবদুল মান্নান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে পারেন। নগরীতে দু’টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বরিশাল নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামায়াত সকাল ১০টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৯টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ১০টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে প্রথম জামাত সকাল ৯টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ১০টায়, সাগরদী মাদরাসা ময়দানে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে, হদুয়া দরবার শরিফে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়। নগরীর বাইরে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই মাদরাসা ময়দানে সকাল ৯টায়। এ ছাড়া নগরীর মসজিদগুলোর মধ্যে সকাল ৮টায় জেলগেট জামে মসজিদ, হরিণাফুলিয়া মাদরাসা ময়দান ও এরশাদুল উলুম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় ফকিরবাড়ি জামে মসজিদ, মেডিক্যাল জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ কালীজিরা, নথুল্লাবাদ মাদরাসা মসজিদ, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, কালুশাহ সড়ক জামে মসজিদ, ওয়াপদা জামে মসজিদ, সাগরদী বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বরিশাল ল কলেজ জামে মসজিদ, কবরস্থান ঈদগাহ মাঠ, পোর্ট রোড জামে মসজিদ, ব্রাউন্ড কম্পাউন্ড জামে মসজিদ, গুটিয়া জামে মসজিদ, হাটখোলা জামে মসজিদ, নেছারাবাদ দরবার ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহী : রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ্ মখদুম রহ: কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টিপাত কিংবা আবহাওয়া খারাপ হলে একই সময়ে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম রহ: দরগা মসজিদে।

এখানে ইমামতি করবেন জামিয়া ইসলামিয়া শাহমখদুম মাদরাসার অধ্য মাওলানা মুফতি শাহাদৎ আলী। এ ছাড়া দ্বিতীয় ইমাম হিসেবে বয়ান করবেন নগরীর রহমানিয়া মাদরাসার মুহতামিম ড. মাওলানা ইমতিয়াজ।

রাজশাহী নগরীতে এবার শতাধিক ইদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি করপোরেশন ৯৪টি ঈদগাহের তদারকি করছে। রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে সকাল সাড়ে ৮টায়। একই সময়ে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেববাজার বড় রাস্তায়।
রাজশাহী সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহমখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্র মতে, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে (তেরখাদিয়া) ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.১৫ মিনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টায়, সিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ মাঠ সকাল ৮.১৫ মিনিটে, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে সকাল ৮.১৫ মিনিটে, বুলনপুর ঈদগাহ মাঠ সকাল ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকাল ৮টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহ সকাল ৮.৩০ মিনিটে, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ সকাল ৮.৩০ মিনিটে, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান সকাল ৮.৩০ মিনিটে, কাঁঠালবাড়িয়া ঈদগাহ ময়দান সকাল ৮.৩০ মিনিটে।

রায়পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিট, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ ৮.৩০ মিনিটে, শালবাগান গণপূর্ত মাঠ ৮.৩০ মিনিটে, মোল্লাপাড়া ঈদগাহ ৮.৩০ মিনিট, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ ৮.৩০ মিনিট, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ ৮.৩০ মিনিটে, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ ৮.৩০ মিনিটে, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ৮.৩০ মিনিটে, মহানগর ময়দান টিকাপাড়া ৮টায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল পৌনে ৮টায়, মসজিদ-ই-নূর ঈদগাহ মাঠ ৮টায়, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ ৮.৩০ মিনিটে, খোজাপুর ১নং ঈদগাহ মাঠ ৮.৩০ মিনিটে, পাঁচানী ঈদগাহ মাঠ ৮.৩০ মিনিটে, সাতবাড়িয়া ঈদগাহ মাঠ ৮.৩০ মিনিটে।

বাগেরহাট : বাগেরহাটে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সরকারিভাবে বেশ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাগেরহাটের বৃহত্তর ঈদের জামাত বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় ও সাড়ে ৯টায় এখানে দুটি জামাত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে আটটায় আলিয়া মাদরাসা ময়দানে। এ ছাড়া অন্যান্য প্রধান জামাত অনুষ্ঠিত হবে খানজাহান আলী দরগাহ মসজিদ, পিসি কলেজ মসজিদ ময়দানে সকাল সাড়ে ৯টায়, পুরাতন কোর্ট মসজিদে সকাল ৮টায়, মিঠা পুকুর পাড় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়। ফলপট্টি মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদ, নতুন কোর্ট মসজিদে সকাল সোয়া ৮টায়, সোনাতলা আউলিয়াবাদ মসজিদ, সরুই হাজী আরিফ মসজিদ ময়দান, খারদ্বার মসজিদ ও রেলওয়ে মসজিদ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদ প্রাঙ্গণের ঈদের জামাতে অন্যান্য বছরের মতো দেশী- বিদেশী পর্যটকরা নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৯টায় শহরের কাজীপাড়ার জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে ঈদের জামাত ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। গত ২২ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ঈদগাহ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া টেংকের পাড় ময়দান, শেরপুর, মেড্ডা, ভাদুঘর উত্তর পৈরতলা ঈদগাহসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জামালপুর : জামালপুর জেলায় ৩১টি ঈদগাহ মাঠে ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি ঈদগাহের সামনে নির্মাণ করা হয়েছে তোরণ। সকাল সাড়ে ৮টায় জামালপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজের ইমামতি করবেন আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। এ ছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে সকাল ৮টা ৪৫ মিনিট, ৯টা, সাড়ে ৯টা, ১০টা ও সাড়ে ১০টায় জামাত অনুষ্ঠিত হবে।

(ওএস/এটিআর/জুলাই ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test