E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেড় ডজন ভিআইপির ঈদ কারাগারে

২০১৪ জুলাই ২৮ ১৩:১৫:৩৩
দেড় ডজন ভিআইপির ঈদ কারাগারে

নিউজ ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে ঈদুল-ফিতর। পরিবার আর স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়ে অনেকেই ছুটছেন গ্রামের পথে। কেউ বা আবার ঈদের ছুটিতে ছুটছেন দেশ-বিদেশের নানা দর্শনীয় স্থানে।

বিশেষ করে ভিআইপিরা থাকেন এই তালিকায়। কিন্তু এবারের ঈদেও অনেক ভিআইপির ঈদ করতে হচ্ছে চার দেয়ালের ভেতরে। অর্থাৎ কারাগারে বন্দি অবস্থায়ই ঈদ করতে হবে তাদের। এবার কারাগারে ঈদ করছেন বিএনপি-জামায়াতের সাবেক মন্ত্রী, এমপিসহ এক ডজনেরও বেশি ভিআইপি। মানবতাবিরোধী অপরাধ, ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় আটক আছেন তারা।

ভিআইপিদের এ তালিকায় বিএনপির ৬, জাতীয় পার্টির ১ এবং জামায়াতে ইসলামীর ১০ ভিআইপি নেতা রয়েছেন। এ ছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কাশিমপুর-২ কারাগারে আছেন এবং সেখানেই ঈদ করতে হবে তাকে। কারা সূত্র জানায়, ঈদের দিন কারাগারে অন্তরীণ সকল বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এবারও ভিআইপিসহ অন্য বন্দিদের জন্য একই ব্যবস্থা রয়েছে। এছাড়া ভিআইপি বন্দিরা নিজ নিজ স্বজনদের সঙ্গে দেখাও করতে পারবেন।

সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মানি লন্ডারিং মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গত মার্চ মাসে তিনি গ্রেপ্তার হন। হাইকোর্টের একটি বেঞ্চ তাকে দুইবার জামিন দিলেও আপিল বিভাগ তা বাতিল করে দেয়। ফলে এবারের ঈদ কারাগারেই করতে হচ্ছে তার।

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ডাদেশ নিয়ে বর্তমানে কাশিমপুর-১ কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। ২০১০ সালের ১৬ই ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় চার বছর ধরে বিএনপির এই প্রভাবশালী নেতা পরিবার পরিজন ছাড়াই ঈদ করছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘদিন ধরে কারাবন্দি। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া ২১শে আগস্ট গ্রেনেড হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। বাবরের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন বাবর। সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু এবারের ঈদও কারাগারেই কাটাবেন। এ নিয়ে প্রায় ১১টি ঈদ তিনি কারাগারে কাটাচ্ছেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি কারাবন্দি হয়ে আছেন। সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল আলীমকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু দণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রয়েছেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু গত ৯টি ঈদ কারাগারে কাটিয়েছেন। পিলখানা হত্যা মামলায় তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাশিমপুর কারাগারে আটক রয়েছেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রী নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার। প্রথমবারের মতো এবারের ঈদ তাকে কারাগারে করতে হচ্ছে। কারাগারে ঈদ করতে হবে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকেও। তিনি বর্তমানে কাশিমপুর-১ কারাগারে বন্দি আছেন। প্রথমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীর রায় অপেক্ষমাণ রয়েছে। তবে ইতিমধ্যে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় নিজামীকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।

মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযম তৃতীয়বারের মতো কারাগারে ঈদ করবেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে কারাভোগ করছেন। গত বছরের ১৫ই জুলাই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর-১ কারাগারে আছেন। গত বছরের ২৮শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে। ২০১০ সালের ২৯শে জুন শহীদবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৩টি মামলা দায়ের করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আরেক নায়েবে আমীর আবদুস সুবহান এবার ঈদ করছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। গত বছরের ২০শে সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নারায়ণগঞ্জ কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। গত বছরের ১৭ই জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর আগে ২০১০ সালের ২৯শে জুন তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, ২১শে আগস্ট গ্রেনেড হামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড নিয়ে কাশিমপুর-২ কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। ২০১১ সালের ১৩ই জুলাই হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মানবতাতাবিরোধী অপরাধের মামলায় কাশিমপুর কারাগারে বন্দি হয়ে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। ২০১২ সালের আগস্ট মাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলায় কাশিমপুর-১ কারাগারে আটক আছেন দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী। ২০১২ সালের ১৭ই জুন মতিঝিলস্থ দৈনিক নয়া দিগন্ত কার্যালয় থেকে গ্রেপ্তার হন তিনি।

(ওএস/এটিঅার/জুলাই ৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test