E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেষ দিনেও ভিড় বাস ও রেল স্টেশনে

২০১৪ জুলাই ২৮ ১৩:৩৫:৩৮
শেষ দিনেও ভিড় বাস ও রেল স্টেশনে

স্টাফ রিপোর্টার : আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। নানান কাজের ব্যস্ততায় যারা এখনো ঢাকা ছাড়তে পারেননি, আজ শেষ দিনে স্বজনদের উদ্দেশ্যে রাজধানী ছাড়ছেন তারা। তবে মহাসড়কগুলোতে যানজট আর দুর্ভোগ কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ঘরমুখো এইসব যাত্রীরা।

রাজধানীতে নেই চেনা যানজট। নেই স্টেশন আর টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীর। প্রতিবারই ঈদের আগের দুই তিনদিন স্টেশন আর টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় থাকলও এবারের চিত্র ভিন্ন।

ঘরমুখো যাত্রীর চাপ সামালাতে আগে থেকেই ছিল ব্যাপক প্রস্তুতি। রেলে যোগ হয়েছে পাঁচজোড়া বাড়তি বিশেষ ট্রেন। যে কারণে অন্যান্যবারের চেয়ে অনেকটা স্বস্তিতেই ঘরে ফিরছে মানুষ। সড়ক পথেও ঝুক্কি কিছুটা কম। রাস্তাঘাট পুরোপুরি মেরামত না হলেও যানযট ছিলনা খুব বেশি। তবে মহাসড়কে- গাড়ি চলছে ধীর গতিতে।

যাত্রী ভোগান্তি দূর করতে বিভিন্ন বাস র্টার্মিনাল আর মহাসড়ককে সরেজমিনে তৎপরতা চালাচ্ছেন খোদ যোগাযোগমন্ত্রী। বিআরটিসির ব্যবস্তাপনায় ত্রুটি আছে কিনা তা দেখতে এসেছিলেন রাজধানীর ফুলবাড়ির এই কাউন্টারে। পরিবহন কর্তৃপক্ষ বলছে, যাত্রীর চাপ কম হওয়ায় তাদের আশানুরুপ ব্যবসা নাও হতে পারে।

(ওএস/এটিআর/জুলাই ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test