E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্তমান সরকার শ্রমিকবান্ধব : স্পিকার

২০১৯ জুন ২৯ ১৭:০৪:১৪
বর্তমান সরকার শ্রমিকবান্ধব : স্পিকার

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন অনন্য সক্ষমতায় বাংলাদেশ। বর্তমান সরকার শ্রমিকবান্ধব।’

তিনি বলেন, ‘শ্রমিকের কল্যাণে সরকার মন্ত্রণালয়ভিত্তিক আলাদা বরাদ্দ রেখেছে। শ্রমিকের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাজেট রয়েছে।’

জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে শনিবার শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদের (স্কপ) সভাপতি কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন শিরীন শারমিন। প্রতিনিধি দল শ্রমিকের কল্যাণে প্রস্তাবনা সংবলিত একটি স্মারকলিপি স্পিকারকে হস্তান্তর করে। স্পিকার এ বিষয়ে সহায়তার আশ্বাস দেন।

এ সময় শিরীন আখতার এমপি, শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদের (স্কপ) ড. ওয়াজেদুল ইসলাম খান, শাহ মোহাম্মদ আবু জাফর, কামরুল আহসান, চৌধুরী আশিকুল আলম, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতনসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test