E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশজুড়ে পাখি আতঙ্ক

২০১৪ জুলাই ২৮ ১৭:০০:৪২
দেশজুড়ে পাখি আতঙ্ক

স্টাফ রিপোর্টার : পাখি পোশাক নিয়ে উৎসাহ এখন হয়েছে আতঙ্ক। এই পোশাক না পেয়ে দুই কিশোরীর আত্মহত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশে ভারতীয় একটি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি উঠেছে।

ভারতের বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না'র একটি নারী চরিত্রের নাম পাখি। সিরিয়ালে চরিত্রটি যে থ্রি-পিস পরে সেটাই বাংলাদেশে পাখি পোশাক নামে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবারের ঈদে কিশোরী ও তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই পোশাক।

রবিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নূরজাহান খাতুন (১৪) নামে এক কিশোরী ঈদে পাখি ড্রেসের আবদার করেও না পেয়ে রাগে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও তার পরিবারের লোকজন জানান, ঈদ উপলক্ষ্যে নূরজাহান তার মা ও বড় বোনের কাছে পাখি ড্রেস চায়। ওই পোশাক কিনে না দেওয়ায় রোববার নূরজাহানের সঙ্গে তার মা ও বোনের ঝগড়া হয়৷ এরপর কষ্টে-অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নূরজাহান।

এর আগে গত ৯ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আরেক কিশোরী হালিমা খাতুন (১৫) একইভাবে পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যা করে। হালিমা তার বাবাকে ঈদের জন্য পাখি ড্রেস কিনে দিতে বলার পরও তার বাবা অন্য পোশাক কিনে আনায় সেও অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷ হালিমা স্থানীয় মাহিদুর রহমান উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

এ দুটি মর্মান্তিক ঘটনায় বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বিশেষ করে স্টার জলসার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন ব্লগে সমালোচনার ঝড় বইছে৷ তারা বেশ কয়েকটি ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধের দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সফিউল আলম বলেন, ''কর্পোরেট পুঁজি নানাভাবে ভোক্তা শ্রেণি গড়ে তুলতে চায়৷ তারা নাটক বা সিরিয়ালের মাধ্যমে কৌশলে পণ্য উপস্থাপন করে তার বাজার সৃষ্টি করে৷ ‘পাখি পোশাক' তার একটি বড় উদাহরণ।''

তিনি বলেন, ''দর্শকদের ভেতর ভোগের মানসিকতা তৈরি করে তারা। এতে প্রলুব্ধ হয়ে কেউ যখন সেই ভোগ্যপণ্য না পান তখন তিনি হীনমন্যতায় ভোগেন৷ এর ফলে আত্মহত্যা ছাড়াও নানা অপরাধ করতে পারেন তারা।''

তিনি আরো বলেন,'' এটা প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা৷ এ ছাড়া যারা এ ধরণের সিরিয়াল প্রচার করে তারা যেন সেটা বন্ধ করে সেজন্য সামাজিক চাপ সৃষ্টি করা প্রয়োজন। আমি কোনো গণমাধ্যমের সম্প্রচার বন্ধের বিরোধি। তবে তা যদি মৃত্যুর মতো ক্ষতির দিকে নিয়ে যায় তাহলে সরকার সেই ধরণের সম্প্রচার মাধ্যম বাংলাদেশে নিষিদ্ধ করতে পারে৷''

এদিকে, তথ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে ভারতের স্টার জলসাসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা ক্ষতিকর অনুষ্ঠান সম্প্রচার বন্ধ না করলে বাংলাদেশে তাদের সম্প্রচার বন্ধ করে দেয়া হতে পারে।

ঢাকার ঈদের পোশাকের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে আসা পাখি পোশাকের বাজার সয়লাব। পাখি ড্রেসের ব্যাপক চাহিদার সঙ্গে এর দামও বেশি। তিন হাজার টাকার নীচে কোনো পাখি পোশাক নেই। আর সর্বোচ্চ লাখ টাকা দামের পাখি পোশাকও আছে। ফলে অনেকের সাধ থাকলেও সাধ্যে পাখি পোশাক কুলোচ্ছে না। যার পরিণতি হচ্ছে ভয়াবহ। ঘটছে আত্মহত্যার মতো ঘটনা। এমনকি সংসার ভাঙার খবরও প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে।

(ওএস/এটিআর/জুলাই ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test